Advertisement
E-Paper

এ বার শুধু সরকারি ভবনেই হবে আধারের ছবি

এ বার থেকে আর কোনও বেসরকারি ভবনে আধারের ছবি তোলা যাবে না। এর বদলে কেবলমাত্র পুরসভা ভবন, জেলা পরিষদ, ডিসট্রিক্ট কালেকটর অফিসের মতো সরকারি ভবনে তুলতে হবে আধার কার্ডের ছবি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৮:৩২

এবার থেকে শুধুমাত্র সরকারি ভবনেই তুলতে হবে আধার কার্ডের জন্য ছবি। প্রতিটি রাজ্য সরকারকে এ মর্মে বিশেষ নির্দেশিকা পাঠাল আধার প্রস্তুতকারক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইএডিএ)। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শুরু করার জন্য সব রাজ্যকে নির্দেশও দেওয়া হয়েছে।

ইউআইএডিএ-র তরফে জানানো হয়েছে, বর্তমানে গোটা দেশে মোট ২৫,০০০টি কেন্দ্রে আধার কার্ডের ছবি তোলা হয়। যার মধ্যে রয়েছে সরকারি ভবনের পাশাপাশি ক্লাব, বেসরকারি স্কুলও। এ বার থেকে আর কোনও বেসরকারি ভবনে আধারের ছবি তোলা যাবে না। এর বদলে কেবলমাত্র পুরসভা ভবন, জেলা পরিষদ, ডিসট্রিক্ট কালেকটর অফিসের মতো সরকারি ভবনে তুলতে হবে আধার কার্ডের ছবি। পাশাপাশি ব্লক অফিস, তালুক অফিস বা অন্য কোনও সরকারি দফতরেও তোলা যাবে আধারের ছবি। এত দিন যে সব বেসরকারি ভবনে আধার কার্ডের ছবি তোলা হত, সেগুলি ৩১ আগস্টের মধ্যে সরকারি ভবনে স্থানান্তরিত করতেও বলা হয়েছে।

আরও পড়ুন: আধারের সঙ্গে না জুড়লেও বাতিল হবে না প্যান, জানাল আয়কর দফতর

ইউআইএডিএ-এর সিইও অজয়ভূষণ পাণ্ডে জানিয়েছেন, সরকারি ভবনে আধার কার্ডের ছবি তোলার কাজ শুরু হলে পুরো বিষয়টার উপর আরও ভাল করে নজরদারি করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘‘এত দিন আধার কেন্দ্র খুঁজে না পাওয়ার অভিযোগ শোনা যেত। অনেকে আধার কেন্দ্র বন্ধ থাকার অভিযোগ করতেন। সরকারি ভবনে ছবি তোলা শুরু হলে এই সমস্যার সমাধান সম্ভব হবে।’’

UIDAI Private Agencies Municipal Premises Government Enrolments Enrolment Centres
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy