Advertisement
১১ মে ২০২৪

ধৃত দুই আপ বিধায়ক, মোদীকে বিঁধলেন কেজরীবাল

জোড়া একই দিনে অস্বস্তিতে অরবিন্দ কেজরীবাল। আজ দিল্লি ও পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির দিল্লির দুই বিধায়ক। তাঁদের এক জন, আমানতুল্লা খানের বিরুদ্ধে এক মহিলাকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অন্য জন, নরেশ যাদব গ্রেফতার হয়েছেন পঞ্জাব পুলিশের হাতে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০৩:১৯
Share: Save:

জোড়া একই দিনে অস্বস্তিতে অরবিন্দ কেজরীবাল। আজ দিল্লি ও পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির দিল্লির দুই বিধায়ক। তাঁদের এক জন, আমানতুল্লা খানের বিরুদ্ধে এক মহিলাকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অন্য জন, নরেশ যাদব গ্রেফতার হয়েছেন পঞ্জাব পুলিশের হাতে। ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এই নিয়ে দিল্লির ৬৭ জন আপ বিধায়কের মধ্যে ১১ জন বিভিন্ন মামলায় গ্রেফতার হলেন। কেজরীবাল টুইট করেছেন, ‘‘গুজরাতে আনন্দীবেন মিথ্যা মামলায় দলিত এবং পতিদারদের জেলে পাঠাচ্ছেন। আর মোদীজি ভুয়ো মামলায় জেলে পাঠাচ্ছেন দিল্লির লোকেদের।’’

আজ আমানতুল্লাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। সম্প্রতি এক মহিলা দাবি করেন, বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ জানাতে তিনি গত ১০ জুলাই আমানতুল্লার বাড়িতে গিয়েছিলেন। সে দিন বিধায়কের সঙ্গে তাঁর দেখা হয়নি। তবে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার আর পি উপাধ্যায় বলেন, ‘‘ম্যাজিস্ট্রেটকে দেওয়া বয়ানে ওই মহিলা অভিযোগ করেছেন, সে দিন বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ে একটি গাড়ি তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই গাড়িতে আমানতুল্লা ছিলেন।’’ এ ছাড়া ওই দিন এক যুবক তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেয় বলেও দাবি করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, বিধায়কের নির্দেশেই ওই হুমকি।

পঞ্জাবের মালেরকোটলাতে সম্প্রতি ধর্মীয় উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশের দাবি, ওই ঘটনায় বিজয় কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে দাবি করে, ঘটনায় নরেশের ইন্ধন ছিল। পঞ্জাব পুলিশের আইজি (পাটিয়ালা জোন) পরমরাজ সিংহ উমরা নঙ্গল বলেন, ‘‘দিল্লি থেকে নরেশ যাদবকে গ্রেফতার করা হয়েছে। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AAP MLA Kejriwal Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE