Advertisement
E-Paper

২০ আপ বিধায়কের পদ ফিরিয়ে দিল হাইকোর্ট, কমিশনকে তোপ

হাইকোর্ট আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা করেছে্। কমিশনের সিদ্ধান্তকে ‘বাজে’ আখ্যা দিয়ে আদালত বলেছে, এর ফলে ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছিল। ২০ জন বিধায়ককে বক্তব্য পেশের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি কমিশনের তরফে, সে কথাও হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ১৮:২৮
দিল্লি হাইকোর্টের রায় বড়সড় স্বস্তি দিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। —ফাইল চিত্র।

দিল্লি হাইকোর্টের রায় বড়সড় স্বস্তি দিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। —ফাইল চিত্র।

আদালতের রায়ে হাসি ফুটল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মুখে। শুক্রবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, লাভজনক পদ মামলায় ২০ জন আপ বিধায়কের সদস্যপদ খারিজ করে নির্বাচন কমিশন ভুল করেছিল। একই সঙ্গে ওই বিধায়কদের পদ ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

এই রায়ে স্বভাবতই আম আদমি পার্টি উচ্ছসিত। টুইট করে কেজরীবাল বলেছেন, ‘‘সত্যের জয় হল।’’ নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিতে যেহেতু বেতন থাকে, তাই সেই সব লাভজনক পদে থাকতে পারেন না আইনসভার কোনও সদস্য। আম আদমি পার্টির অভিযোগ, তাদের ২০ জন বিধায়ককে সচিবের পদে নিযোগ করা হয়েছিল। সেই পদে বেতন না থাকলেও, লাভজনক পদের অভিযোগে তুলে গত জানুয়ারি মাসে ওই বিধায়কদের সদস্য পদ খারিজ করেছে নির্বাচন কমিশন।

হাইকোর্ট আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা করেছে্। কমিশনের সিদ্ধান্তকে ‘বাজে’ আখ্যা দিয়ে আদালত বলেছে, এর ফলে ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছিল। ২০ জন বিধায়ককে বক্তব্য পেশের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি কমিশনের তরফে, সে কথাও হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছে।

আরও পড়ুন: লোকপালের দাবিতে ফের আমরণ অনশনে অণ্ণা

আরও পড়ুন: কংগ্রেসকে হারাতে টাকা নিয়েছিল অ্যানালিটিকা!

দিল্লি বিধানসভার অধিবেশনের মাঝে হাইকোর্টের রায়ের খবর পেয়ে টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আপ বিধায়করা।

Aam Aadmi Party Arvind Kejriwal Office of profit Delhi High Court অরবিন্দ কেজরিবাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy