Advertisement
E-Paper

বীর্যের পর প্রস্রাব ভরা বেলুন, দিল্লিতে আক্রান্ত একের পর এক ছাত্রী

নোংরামি আর বিকৃতির ছোঁয়ায় হোলির রং কদর্য হয়ে উঠল দিল্লিতে। লেডি শ্রীরাম কলেজের ছাত্রীদের লক্ষ্য করে বীর্যভরা বেলুন ছোড়া নিয়ে যখন হইচই চলছে, তখন দিল্লিরই আরও দুই ছাত্রীকে লক্ষ্য করে প্রস্রাব ভরা বেলুন ছোড়ার অভিযোগ উঠল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১৯:৪৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নোংরামি আর বিকৃতির ছোঁয়ায় হোলির রং কদর্য হয়ে উঠল দিল্লিতে। লেডি শ্রীরাম কলেজের ছাত্রীদের লক্ষ্য করে বীর্যভরা বেলুন ছোড়া নিয়ে যখন হইচই চলছে, তখন দিল্লিরই আরও দুই ছাত্রীকে লক্ষ্য করে প্রস্রাব ভরা বেলুন ছোড়ার অভিযোগ উঠল।

আক্রান্ত দু’জনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনের দুই কলেজের পড়ুয়া। এঁদের একজন গ্রেটার কৈলাসের, একজন অমর কলোনির বাসিন্দা। দু’টি ঘটনাতেই আলাদা ভাবে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। গ্রেটার কৈলাসের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অমর কলোনির ঘটনায় এখনও অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপের আর্জি নিয়ে দুই আক্রান্ত ছাত্রীই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজের আর এক ছাত্রী ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, বাসের মধ্যে বীর্য ভর্তি বেলুন ছুড়ে মারা হয়েছে তাঁকেও। ঘটনার পর তাঁর সহযাত্রীদের ভূমিকাতেও বিস্ময় প্রকাশ করেছেন ওই ছাত্রী। বুধবার কলেজ থেকে দ্বারকার বাড়িতে ফিরছিলেন বাসে। একটি স্টপে বাস দাঁড়াতেই একদল ছেলে বেলুন ছুড়ে মারে তাঁর বুকে। সেটি বীর্য ভরা ছিল। “আমার সামনে এক মহিলা বসে ছিলেন। তিনি আমাকে বললেন— বেটা রাগ কোরো না, আজ হোলি। বাসের বাকিরাও হাসাহাসি করছিলেন এবং আমাকে একই উপদেশ দিয়ে যাচ্ছিলেন। কাদের উপর বেশি রাগা উচিত আমার, বুঝে উঠতে পারছিলাম না”— লিখেছেন ওই তরুণী।

আরও পড়ুন: দিল্লিতে প্রকাশ্য রাস্তায় যুবককে ৫০ বার কোপাল দুষ্কৃতীরা

আরও পড়ুন: দেশজুড়ে রঙের উত্সবের নানান মুহূর্তের ফ্রেমবন্দি কিছু ছবি

এমনিতে দোল বা হোলিতে বেলুনে রং ভরে ছোড়ার রেওয়াজ নতুন নয়। কখনও কখনও বেলুনে পচা ডিম, কাদাজল ভরে ছুড়ে মারার ঘটনাও ঘটে। তবে এ বার কদর্যতার নতুন মাত্রা যোগ করল বীর্য আর প্রস্রাব ভরা বেলুন। আর সব ক্ষেত্রেই টার্গেট করা হল মেয়েদের।

বুধবারই পর পর বীর্য ভরা বেলুন ছোড়ার অভিযোগ এনেছিলেন দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রীরা। গত কাল এই নিয়ে বিক্ষোভও দেখানো হয়। সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতিবাদ।

Urine-filled balloons Balloon attack FIR Assault Delhi University Greater Kailash Amar Colony Sexual Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy