Advertisement
E-Paper

গুরু পূর্ণিমায় ২ কেজি সোনার পাদুকা দান সাঁইবাবার মন্দিরে

শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্টের ট্রাস্টি সচিন তাম্বে জানিয়েছেন, এই সোনার পাদুকাটি দ্বারকাময় মন্দিরে সাঁইবাবা মূর্তির নীচে রাখা হবে। আগ্রার বাসিন্দা সন্ধ্যা গুপ্ত গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সোনায় তৈরি পাদুকা দান করে বেশ উচ্ছ্বসিত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৮:৩৬
এই সেই সোনার পাদুকা। ছবি: পিটিআই।

এই সেই সোনার পাদুকা। ছবি: পিটিআই।

সাঁইবাবার ভক্তকুল গোটা বিশ্বজোড়া। ভক্তদের ভালোবাসা আর দানে উপচে পড়ছে শিরডির মন্দির। বিভিন্ন সময়ে ভক্তদের দানে ঐশ্বর্য বেড়েছে মহারাষ্ট্রের এই মন্দিরের। সেই দানে রয়েছে সোনা-দানা, হিরে-জহরত। প্রণামী তো রয়েইছে। এ বার আগ্রার এক মহিলা ভক্ত শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্টকে খাঁটি সোনায় তৈরি দু’কেজি ওজনের একজোড়া পাদুকা দান করলেন। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্টের ট্রাস্টি সচিন তাম্বে জানিয়েছেন, এই সোনার পাদুকাটি দ্বারকাময় মন্দিরে সাঁইবাবা মূর্তির নীচে রাখা হবে। আগ্রার বাসিন্দা সন্ধ্যা গুপ্ত গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সোনায় তৈরি পাদুকা দান করে বেশ উচ্ছ্বসিত। তিনি পিটিআইকে বলেন, ‘‘গুরু দক্ষিণা হিসেবে পাদুকাটি দিয়ে আমি খুব খুশি।’’

আরও পড়ুন: গুরুপূর্ণিমাকে স্বীকৃতি নাসার টুইটে

গতকাল শনিবার থেকে গুরু পূর্ণিমা উপলক্ষ্যে তিনদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে শিরডির সাঁইবাবার মন্দিরে। গোটা দেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছেন। এটাই প্রথম নয়, গত বছরের ডিসেম্বরে ছত্তীসগঢ়ের এক ব্যক্তি ১ কেজি ২০০গ্রাম ওজনের একটি সোনার থালা দান করেছিলেন।

সোনার পাদুকাটি দেখাচ্ছেন শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্টের ট্রাস্টি সচিন তাম্বে। ছবি: পিটিআই।

‘দ্য ইকোনমিক্স টাইমস’-এর একটি রিপোর্ট বেশ চমকে দেওয়ার মতো। যা হল—গত বছরের ২৫ ডিসেম্বর থেকে এ বছরের ২ জানুয়ারি পর্যন্ত মাত্র ন’দিনে ট্রাস্ট প্রায় নয় কোটি ৮৪ লক্ষ টাকা প্রণামী পড়েছে শিরডির সাঁইবাবার মন্দিরে।

Gold Paduka Guru Purnima Gold Sandals Shri Saibaba Sansthan Trust Dwarkamai Temple সাঁইবাবা গুরু পূর্ণিমা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy