Advertisement
০৩ মে ২০২৪
পঞ্জাব

অরুণ আর অমিত দ্বন্দ্বে ঝুলে প্রার্থী তালিকা

শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পালা। কিন্তু এখনও পঞ্জাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রার্থী নির্বাচন নিয়ে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে শীর্ষ নেতা অরুণ জেটলি ও অমিত শাহের মধ্যে। তবে রফাসূত্রের খোঁজে আজ ওই রাজ্যের বিজেপি সভাপতি বিজয় সাম্পলাকে দিল্লি ডেকে পাঠানো হয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০২:২৬
Share: Save:

শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পালা। কিন্তু এখনও পঞ্জাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রার্থী নির্বাচন নিয়ে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে শীর্ষ নেতা অরুণ জেটলি ও অমিত শাহের মধ্যে। তবে রফাসূত্রের খোঁজে আজ ওই রাজ্যের বিজেপি সভাপতি বিজয় সাম্পলাকে দিল্লি ডেকে পাঠানো হয়। তাঁকে নিয়ে জেটলির বাড়িতে গিয়ে বৈঠক করেন পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা নরেন্দ্র তোমর ও প্রভাত ঝা। দিনভর বৈঠক করেও অবশ্য কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি।

পঞ্জাবে বিজেপি-অকালি জোটের অবস্থা এমনিতেই নড়বড়ে বলে মনে করছেন রাজনীতিকরা। ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ ছাড়াও শিখ নেতা হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সি‌ংহকেও ব্যবহার করতে চাইছে কংগ্রেস। তার মধ্যেই রয়েছে জেটলি-শাহ বিরোধ। অরুণ জোশী-সহ চার জন মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে চলতি বির্তকের সূত্রপাত। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ওই চার জনকে টিকিট দেওয়ার বিরোধিতা করলে তাতে আপত্তি জানান অরুণ জেটলি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে জেটলি জানিয়ে দেন, ওই চার জনকে প্রার্থী করা না হলে কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। জেটলিকে সমর্থন করেন সংসদীয় বোর্ডের বেশ কিছু সদস্য। যে ভাবে মোদীর সামনেই দুই শীর্ষ নেতা বিরোধে জড়িয়ে পড়েছেন তা গত আড়াই বছরে দেখা যায়নি। বিজেপি শিবিরের মতে, মোদী-অমিত শাহের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun jaitley Amit shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE