শাহরুখ খানের পর আমজাদ আলি খান। মার্কিন বিমানবন্দরে শাহরুখ হেনস্থা হওয়ার পর এ বার বিশিষ্ট সরোদবাদক আমজাদ আলি খানকে ভিসা দিতে অস্বীকার করল ব্রিটেন। সেপ্টেম্বরে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
শুক্রবার তাঁর টুইটারে এই খবর দিয়ে প্রবীণ সরোদবাদক জানান, সত্তর দশকের গোড়ার দিক থেকে প্রায় প্রতি বছরই তিনি অনুষ্ঠান করতে যান লন্ডনে। কখনও তাঁর ভিসা নিয়ে কোনও গন্ডগোল হয়নি। এই ঘটনায় তিনি মর্মাহত। স্তম্ভিত। টুইটারে তাঁর এই বার্তাটি আমজাদ ‘ট্যাগ’ করে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও লন্ডনে ভারতের হাইকমিশনারকে।
তবে কেন আমজাদের ভিসার আবেদন খারিজ করেছে ব্রিটেন সরকার?
Shocked & appalled. #UK visa rejected. scheduled to perform at the #RoyalFestivalHall in Sep @HCI_London @MEAIndia @SushmaSwaraj @UKinIndia
— Amjad Ali Khan (@AAKSarod) August 12, 2016
আমজাদের পুত্র আমন একটি সংবাদসংস্থাকে বলেছেন, ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, আমজাদ ‘ভিসার জন্য যে কারণ দেখিয়েছেন, তা যথেষ্ট জোরালো নয়।’’
My UK visa rejected. Extremely sad for artists who are spreading the message of love & peace @HCI_London @MEAIndia @UKinIndia @SushmaSwaraj
— Amjad Ali Khan (@AAKSarod) August 12, 2016