Advertisement
২০ মে ২০২৪

‘অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং’ বলে বিতর্কে অনুপম খের

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-র আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়াতে বুধবার জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন সিনেমা জগতের দশ জন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ১৫:২২
Share: Save:

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-র আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়াতে বুধবার জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন সিনেমা জগতের দশ জন। আর তাঁর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁদের এই পুরস্কার ফিরিয়ে দেওয়াকে কটাক্ষ করলেন অভিনেতা অনুপম খের। নাম না করে একের পর এক টুইটে বিঁধলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, আনন্দ প়ট্টবর্ধন, নিষ্ঠা জৈনদের।

জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়া বলিউডের পরিচালকদের ‘অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং’ বলে কটাক্ষ করে অনুপমের দাবি, “এই ভাবে জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। এই ভাবে শুধু সরকার নয়, দর্শক এবং জুরিদের অপমান করা হল।” পাশাপাশি পুরস্কার ফিরিয়ে দেওয়ায় দিবাকরদের রাজনৈতিক ভাবে উত্সাহিত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “যাঁরা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ায় খুশি হননি, তাঁরাই এ বার পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন।”

অনুপমের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁর স্ত্রী তথা চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খের। পুরস্কার ফিরিয়ে দেওয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তিনিও। সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অশোক পণ্ডিতও দাঁড়িয়েছেন অনুপমের পাশেই।

তবে কিরণ, অশোকরা পাশে দাঁড়ালেও টুইটারে অনুপমকে এক হাত নিয়েছেন অনেকেই। জাতীয় পুরস্কার প্রাপকদের এই ভাবে অপমান করার কোনও অধিকার অনুপমের নেই বলেও মন্তব্য করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE