Advertisement
E-Paper

যোগীর পথে নীতীশ, ‘অবৈধ’ কষাইখানা বন্ধে বিহারেও অভিযান

মন্ত্রী জানিয়েছেন, বিহারে মাত্র দুটি বৈধ কসাইখানা রয়েছে। অন্য দিকে, অবৈধ কসাইখানার সংখ্যা ১৪০টির মতো। সব থেকে বেশি অবৈধ কসাইখানার রয়েছে কিষানগঞ্জ এবং পূর্ণিয়া জেলায়। এমনকী পটনাতেও ১২টি অবৈধ কসাইখানা চালু রয়েছে বলে জানিয়েছেন পশুপতি কুমার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৫:৫৮
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের পর এ বার বিহার। যোগী আদিত্যনাথের পর, যোগীর দল বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রী হওয়া নীতীশ কুমার।

বিহারে অবৈধ কসাইখানা বন্ধে অভিযান শুরু করতে চলেছে নীতীশ কুমারের সরকার। ইতিমধ্যে রাজ্যের অবৈধ কসাইখানার একটা তালিকাও তৈরি করা হয়ে গিয়েছে। শনিবার এ খবর জানান বিহারের পশুপালন ও মৎস্য দফতরের মন্ত্রী পশুপতি কুমার পরস।

মন্ত্রী জানিয়েছেন, বিহারে মাত্র দুটি বৈধ কসাইখানা রয়েছে। অন্য দিকে, অবৈধ কসাইখানার সংখ্যা ১৪০টির মতো। সব থেকে বেশি অবৈধ কসাইখানার রয়েছে কিষানগঞ্জ এবং পূর্ণিয়া জেলায়। এমনকী পটনাতেও ১২টি অবৈধ কসাইখানা চালু রয়েছে বলে জানিয়েছেন পশুপতি কুমার।

আরও পড়ুন: উলটপুরাণ! ট্রাক ধরতে গিয়ে মার খেলেন স্বঘোষিত গোরক্ষকরাই

মন্ত্রী জানিয়েছেন, পটনা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ফরবেসগঞ্জের আরারিয়া জেলায় শুধুমাত্র দুটি বৈধ কসাইখানা রয়েছে। মন্ত্রী বলেন, ‘‘স্থানীয় পুরসভার কাছ থেকে লাইসেন্স নিয়েই কসাইখানা খোলা নিয়ম। কিন্তু, প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, ওই ১৪০টি কসাইখানা পুরসভার কাছ থেকে কোনও অনুমতি নেয়নি। সে জন্য ওই গুলিকে অবৈধ তালিকায় ফেলা হয়েছে।’’ খুব শীঘ্রই কসাইখানা বন্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন: আমলার মেয়েকে উত্যক্ত, গ্রেফতার হরিয়ানা বিজেপি সভাপতির ছেলে, পরে জামিনে মুক্ত

তবে নীতীশের দীর্ঘ মুখ্যমন্ত্রিত্বে এত দিন পর, এত সংখ্যক ‘অবৈধ’ কষাইখানা নজরে এল কেন সে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কি না। এমনিতেই বিজেপি নীতীশের হাত ধরে বিহারে ক্ষমতায় আসার পর রাজ্যের উগ্র হিন্দুত্ববাদীরা রীতিমতো চাঙ্গা হয়ে ময়দানে নেমেছে। চাঙ্গা হয়ে নেমেছে স্বঘোষিত গোরক্ষক বাহিনীও। এত দিন বিহারে যাদের উপস্থিতি খুব একটা টের পাওয়া যায়নি।

Slaughterhouse Illegal slaughterhouse Bihar Cow Vigilance Nitish Kumar বিহার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy