Advertisement
২৯ এপ্রিল ২০২৪
National News

অ্যাম্বুল্যান্সে মদের কার্টন, হাসপাতালে বেলি ডান্স!

উত্তরপ্রদেশের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজ (এলএলআরএম) হাসপাতালের ‘অ্যালামনি মিট’-এ এই ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে। তা নিয়ে হই চই পড়ে গিয়েছে গোটা উত্তরপ্রদেশে।

মেরঠের সেই মেডিক্যাল কলেজের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মেরঠের সেই মেডিক্যাল কলেজের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা
মেরঠ শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ২০:০৩
Share: Save:

মদের বোতলে ভরা হাসপাতালের অ্যাম্বুল্যান্স! হাসপাতালের অডিটোরিয়ামের স্টেজে নাচছেন এক রুশ নর্তকী! আর রোগী দেখা ভুলে সেই রাশিয়ান বেলি ডান্স দেখছেন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা!

গল্পকথা নয়। উত্তরপ্রদেশের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজ (এলএলআরএম) হাসপাতালের ‘অ্যালামনি মিট’-এ এই ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে।

তা নিয়ে হই চই পড়ে গিয়েছে গোটা উত্তরপ্রদেশে। আর সেই মদের বোতলে ভরা অ্যাম্বুল্যান্স ও হাসপাতালের অডিটোরিয়ামের স্টেজে রুশ নর্তকীর বেলি ডান্সের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘দিকে দিকে সেই বার্তা’ রটে যাওয়ায় দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। এলএলআরএম মেরঠের ঐতিহ্যবাহী মেডিক্যাল প্রতিষ্ঠান। তাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে তড়িঘড়ি তদন্ত ও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কলেজ কর্তৃপক্ষ তো তদন্ত শুরু করেইছেন, আলাদা ভাবে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে সরকারি স্তরেও।

আরও পড়ুন- দেখা করতে চেয়েছিলেন বলে শতায়ু মহিলাকে ফোন রাহুলের​

আরও পড়ুন- অর্থনীতিতে ব্রিটেন, ফ্রান্সকে ভারত টপকাবে ২০১৮-য়: রিপোর্ট​

মেডিক্যাল কলেজের তদারকি প্রিন্সিপাল বিনয় অগ্রবাল বলেছেন, ‘‘এমন ঘটনার কথা আমি জানতাম না। আমি এও জানি না, আয়োজকরা অ্যাম্বুল্যান্সটি হাসপাতাল থেকে নিয়েছিলেন নাকি বাইরে থেকে কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্স তাঁরা ভাড়া করে এনেছিলেন।’’

তবে উত্তরপ্রদেশ সরকারের মেডিক্যাল শিক্ষা দফতরের ডিরেক্টর জেনারেল চিকিৎসক কে কে গুপ্তা বলেছেন, ‘‘আমি অবাক হয়ে গিয়েছি। তদন্তের নির্দেশ দিয়েছি। আমি ওই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে যত তাড়াতাড়ি সম্ভব জবাবদিহি চেয়েছি। দোষী প্রমাণিত হলে কলেজের প্রিন্সিপালকেও কড়া শাস্তি পেতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE