Advertisement
E-Paper

তাওয়াং-এ ভারত ট্রেন পাঠালে ফল খারাপ হবে: আবার হুঁশিয়ারি চিনের

ফের ভারতকে হুমকি দিল চিন। ফের সঙ্ঘাতের কেন্দ্রে সেই অরুণাচল। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে রেল পরিকাঠামো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। চিন সীমান্তবর্তী জেলা তাওয়াং পর্যন্ত রেলপথ তৈরি করার কথা ভাবছে দিল্লি। কিন্তু ভারতের এই পদক্ষেপ মেনে নিতে পারছে না চিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৫:০৯
অরুণাচল সীমান্ত নিয়ে ভারত-চিন বিবাদ না মেটা পর্যন্ত তাওয়াং-এ রেল পরিকাঠামো গড়ার চেষ্টা যেন ভারত না করে, এমনই হুঁশিয়ারি দিচ্ছে বেজিং। —ফাইল চিত্র।

অরুণাচল সীমান্ত নিয়ে ভারত-চিন বিবাদ না মেটা পর্যন্ত তাওয়াং-এ রেল পরিকাঠামো গড়ার চেষ্টা যেন ভারত না করে, এমনই হুঁশিয়ারি দিচ্ছে বেজিং। —ফাইল চিত্র।

ফের ভারতকে হুমকি দিল চিন। ফের সঙ্ঘাতের কেন্দ্রে সেই অরুণাচল। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে রেল পরিকাঠামো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। চিন সীমান্তবর্তী জেলা তাওয়াং পর্যন্ত রেলপথ তৈরি করার কথা ভাবছে দিল্লি। কিন্তু ভারতের এই পদক্ষেপ মেনে নিতে পারছে না চিন। তাওয়াংকে ফের বিতর্কিত অঞ্চল বলে দাবি করেছে বেজিং। চিনা বিদেশ মন্ত্রকের হুঁশিয়ারি, তাওয়াং-এ ভারত একতরফা ভাবে রেলপথ তৈরির চেষ্টা করলে ফল ভাল হবে না।

শনিবার এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিনের তরফে। ‘‘আমরা আশা করি ভারত সতর্ক হবে, সংযম দেখাবে এবং কোনও রকম একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকবে, যে পদক্ষেপ পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে।’’ চিনা বিদেশ মন্ত্রকের তরফে এমনই বিবৃতি দেওয়া হয়েছে বলে একটি ইংরেজি সংবাদপত্র সূত্রের খবর।

১৯৬২-র যুদ্ধে তাওয়াং-সহ অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়েছিল চিনা বাহিনী। পরে চিন বাহিনী প্রত্যাহার করে নেয়। ওয়াকিবহাল মহলের মতে, ‘সাপ্লাই লাইন’ কেটে যাওয়ার আশঙ্কায় তাওয়াং ছেড়ে ফিরে গিয়েছিল চিনা সেনা। চিনা বাহিনীকে বিনা বাধায় দেশের অনেক গভীরে ঢুকতে দিয়ে ভারত সীমান্ত সিল করে দেবে এবং অরুণাচলে ঢুকে পড়া চিনা বাহিনী নিজেদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে— ভারত এমনই পরিকল্পনা করেছিল বলে চিন সে সময় নাকি আশঙ্কা করেছিল। তাই দ্রুত চিনা বাহিনী তাওয়াং ছেড়ে ফিরে যায়, কিন্তু তাওয়াং-এর উপর নিজেদের দাবি চিন এখনও ছাড়েনি। অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশকে তারা দক্ষিণ তিব্বত বলে দাবি করে। তাই তাওয়াং-কে ভারত নিজের রেল মানচিত্রের অন্তর্ভুক্ত করার কথা ভাবতেই আপত্তি তুলতে শুরু করেছে চিন।

চিনের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না ভারত। তাওয়াং পর্যন্ত রেলপথ তৈরি করা যায় কি না, খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপর। ছবি: সংগৃহীত।

ভারত সরকার তাওয়াং পর্যন্ত রেললাইন পাততে চাইছে, এ প্রসঙ্গে চিনের অবস্থান কি? এই প্রশ্নের জবাবে চিনা বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘চিন-ভারত সীমান্তের পূর্ব অংশ নিয়ে চিনের অবস্থান ধারাবাহিক এবং স্পষ্ট। বর্তমানে দু’পক্ষ পরস্পরের সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছে।’’ এই বিবৃতির মাধ্যমে চিন বোঝাতে চেয়েছে, তাওয়াং ভারতের দখলে থাকলেও, তাওয়াং-কে ভারতীয় এলাকা হিসেবে চিন এখনও স্বীকৃতি দেয়নি। তাই সেখানে ভারত রেলপথ তৈরির চেষ্টা করলে চিন বাধা দেবে।

আরও পড়ুন: দলাই নিয়ে জবাব ভারতের

ভারত সরকার সম্প্রতি অরুণাচল প্রদেশে রেল নেটওয়ার্ক বৃদ্ধির উপর জোর দিয়েছে। তাওয়াং-কে রেলপথে জোড়া যায় কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ এবং অরুণাচল পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুকে। সে কথা জানতে পেরেই বিরোধিতা শুরু করেছে চিন।

China Tawang Arunachal Pradesh Railway India-China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy