দিল্লিতে ২০১২ সালের রহস্যময় ‘সেনা অভিযান’ নিয়ে মণীশ তিওয়ারির মন্তব্যের বিরোধিতা করল বিজেপি, কংগ্রেস দু’দলই।
প্রাক্তন সেনা প্রধান এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহের তোপ, ‘মণীশ তিওয়ারির কোনও কাজকর্ম নেই বোঝাই যাচ্ছে। আমি একটা বই লিখেছি। মণীশ ওটা পড়ুন। পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে’।
উল্টো দিকে বেজায় অস্বস্তিতে পড়ে গেছে কংগ্রেস। দলের মুখপাত্র মনু সিংভি বলে দিলেন, মণীশ ‘দলের কোনও মুখপাত্র নন। তিনি সে সময় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতেও ছিলেন না। এ ধরনের বিষয়ে তাঁর মন্তব্য করাই উচিত হয়নি’। একই সঙ্গে সিংভির বিবৃতি, ‘যখন এই খবর প্রচারিত হয়, তখনই কেন্দ্রীয় মন্ত্রীরা জানিয়ে দিয়েছিলেন যে এর মধ্যে কোনও সত্যতা নেই’।
আরও পড়ুন...