Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মুখ পুড়ল বিজেপির, অরুণাচল কংগ্রেসের

উত্তরাখণ্ডের পর অরুণাচল! দ্বিতীয় বার ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার ও বিজেপি। অরুণাচল প্রদেশের বরখাস্ত করে দেওয়া কংগ্রেস সরকারকে আজ বহাল করল সুপ্রিম কোর্ট।

নাবাম টুকি। —ফাইল চিত্র।

নাবাম টুকি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি ও নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০৩:৫০
Share: Save:

উত্তরাখণ্ডের পর অরুণাচল! দ্বিতীয় বার ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার ও বিজেপি। অরুণাচল প্রদেশের বরখাস্ত করে দেওয়া কংগ্রেস সরকারকে আজ বহাল করল সুপ্রিম কোর্ট। এবং এমন একটি সময় সাংবিধানিক বেঞ্চের এই রায় এল, যখন বিজেপি গোটা উত্তর-পূর্বকে কংগ্রেস-মুক্ত করার তোড়জোড় শুরু করেছে।

পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আজ রায় দেয়, অসাংবিধানিক উপায়ে নাবাম টুকির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে উৎখাত করে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে পিপিএ-বিজেপি জোট। গত ডিসেম্বরে কংগ্রেসের ৪৭ বিধায়কের মধ্যে ২১ জন বিদ্রোহ করে হাত মেলান বিজেপির ১১ ও ২ নির্দল বিধায়কের সঙ্গে। রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়ার মদতে ইটানগরের একটি কমিউনিটি হল ও হোটেলে বিধানসভা অধিবেশন বসিয়ে টুকিকে উৎখাত করা হয়। যে ভাবে স্পিকার নাবাম রিবিয়াকে অপসারণ ও টুকির বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে কালিখো পুল নেতা হন ও রাজ্যপালও তাতে সিলমোহর দেন— আদালত তার সমালোচনা করেছে। রাতেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন টুকি। তাঁকে এ বার বিধানসভায় গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

উত্তরাখণ্ডের পর অরুণাচলেও কেন্দ্র ধাক্কা খাওয়ায় স্বাভাবিক ভাবেই উৎসাহিত কংগ্রেস। সনিয়া ও রাহুল গাঁধী উভয়েই আজ মোদীকে বিঁধতে নেমে পড়েন আসরে। সনিয়ার বক্তব্য, ‘‘আশা করি, আজকের রায়ের পর সরকার আর ক্ষমতার অপব্যবহার করবে না। যারা সংবিধান ও গণতন্ত্রকে আঘাত করেছে, এটি তাদের হার।’’ রাহুল গাঁধী আক্রমণ করেছেন মোদীকে। টুইট করেছেন, ‘‘গণতন্ত্র কী, প্রধানমন্ত্রীকে তা বুঝিয়ে দেওয়ায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ।’’ আক্রমণে নেমেছেন অরবিন্দ কেজরীবাল ও অন্য বিরোধীরা।

এমনিতেই সংসদ অধিবেশনের মুখে কাশ্মীরের পরিস্থিতি সরকারের কাছে কাঁটা হয়ে উঠেছে। তারই মধ্যে মুখে পুড়ল অরুণাচল নিয়ে। কী ভাবে এই ধাক্কা সামাল দেওয়া যাবে, মোদী সরকার ও বিজেপির কর্তারা এখন তারই পথ খুঁজতে ব্যস্ত। ঘটনাচক্রে, আজই উত্তর-পূর্বে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কংগ্রেস-মুক্ত উত্তর-পূর্ব গড়ার লক্ষ্যে অরুণাচলের মুখ্যমন্ত্রী (তখনও পর্যন্ত) কালিখো পুল-সহ ৪ মুখ্যমন্ত্রী ও ৯টি দলের নেতাদের নিয়ে জোটের আজ ছিল আনুষ্ঠানিক সূচনা। এ দিনই অরুণাচল ফিরে পেল কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nabam tuki congress BJP Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE