Advertisement
E-Paper

মোদীকে খুনের হুমকি দিল ‘আইএস’

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ‘আইএসআইএস’-এর চিঠি। জুহু বিমানবন্দরের উপরে ছ’টি প্যারাগ্লাইডার দেখতে পাওয়ার দাবি। প্রজাতন্ত্র দিবসের আগে তৎপর নিরাপত্তাবাহিনীর দুশ্চিন্তা বাড়াতে যথেষ্ট দু’টি ঘটনাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০৩:১৮

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ‘আইএসআইএস’-এর চিঠি। জুহু বিমানবন্দরের উপরে ছ’টি প্যারাগ্লাইডার দেখতে পাওয়ার দাবি। প্রজাতন্ত্র দিবসের আগে তৎপর নিরাপত্তাবাহিনীর দুশ্চিন্তা বাড়াতে যথেষ্ট দু’টি ঘটনাই।

গত সপ্তাহে গোয়া সরকারের সচিবালয়ে এসে হাজির হয় একটি পোস্টকার্ড। তাতে হুমকি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী ও মনোহর পর্রীকরকে। চিঠি লেখকের বক্তব্য, ‘আপনারা আমাদের গোমাংস খেতে দিচ্ছেন না। তাই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ চিঠিতে স্বাক্ষর করা হয়েছে ‘আইএসআইএস’। বিষয়টি মোটেই হাল্কা ভাবে নিচ্ছে না গোয়া প্রশাসন। রাজ্য পুলিশের সন্ত্রাস-দমন শাখাকে চিঠিটির প্রেরককে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে গোয়েন্দাদের রক্তচাপ বাড়িয়েছে জুহু বিমানবন্দরের উপর ছ’টি প্যারাগ্লাইডার দেখতে পাওয়ার দাবি। ওই বিমানবন্দরে ছোট বিমান ও কপ্টার ওঠানামা করে। পবনহংস সংস্থার এক পাইলটের দাবি, সম্প্রতি ওড়ার আগে বিমানবন্দরের মূল রানওয়েতে হেলিকপ্টার নিয়ে ‘ট্যাক্সিইং’ করার সময়ে এক থেকে দেড় হাজার ফুট উচ্চতায় ছ’টি প্যারাগ্লাইডার দেখতে পান তিনি। নিয়ম মেনে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন ওই পাইলট। খবর পায় স্থানীয় পুলিশ ও মুম্বই পুলিশের সন্ত্রাস-দমন শাখা। পবনহংসের কপ্টারটির আগে উড়ে যাওয়া কপ্টারগুলির পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা অবশ্য সন্দেহজনক কিছু দেখতে পাননি। তবে জঙ্গিরা ভারতে আকাশপথে হামলা চালানোর চেষ্টা করছে বলে ধারণা গোয়েন্দাদের। তাই জুহু বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ বার প্রজাতন্ত্র দিবসের অতিথি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আইএস এবং আল কায়দা-দুই জঙ্গি সংগঠনই এই অনুষ্ঠানে হামলার ছক কষছে বলে জানান গোয়েন্দারা। সরকারি সূত্রে খবর, জঙ্গির আরও তথ্য পেতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র সঙ্গে যোগাযোগ রাখছেন ভারতীয় ও ফরাসি গোয়েন্দারা।

national news modi is is threats modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy