Advertisement
E-Paper

ঘাঁটির সুরক্ষায় ১৪৮৭ কোটি

এই কাজের জন্য সেনাকে ১০ মাসের সময়সীমা দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সেনার সদর দফতরকে প্রক্রিয়ার উপরে নজরদারি করতে বলা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৯
অভিযান: রাতে সুঞ্জওয়ান ঘাঁটিতে ঢুকছে ট্যাঙ্ক। —নিজস্ব চিত্র।

অভিযান: রাতে সুঞ্জওয়ান ঘাঁটিতে ঢুকছে ট্যাঙ্ক। —নিজস্ব চিত্র।

জম্মুর সুঞ্জওয়ান সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় আজ প্রাণ গিয়েছে দুই জওয়ানের। ঘটনাচক্রে এ দিনই ঘাঁটির নিরাপত্তার আমূল সংস্কারের জন্য সেনাকে ১৪৮৭ কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়েছে কেন্দ্র।

এই কাজের জন্য সেনাকে ১০ মাসের সময়সীমা দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সেনার সদর দফতরকে প্রক্রিয়ার উপরে নজরদারি করতে বলা হয়েছে। ২০১৬ সালে পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরে ঘাঁটির সুরক্ষা খতিয়ে দেখতে লেফটেন্যান্ট ফিলিপ ক্যাম্পোসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশ মেনে নিরাপত্তা বাড়াতে সামরিক বাহিনীর তিনটি শাখাকেই নির্দেশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। নিরাপত্তার ক্ষেত্রে মোট ৩০০০টি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে চিহ্নিত করেছে তিন বাহিনী। সেগুলির মধ্যে ৬০০টি বিশেষ গুরুত্বপূর্ণ। গত বছরের জুলাই মাসেও ঘাঁটির চারপাশের নিরাপত্তা বাড়ানোর জন্য আলাদা ভাবে তিন বাহিনীকে আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

Defense Ministry Indian Army Central Government Jammu জম্মু
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy