Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

পাপ্পুকে দিয়ে বাজার করানো যাবে না, জানাল কমিশন

বিষয়টি একটি বিজ্ঞাপনকে ঘিরে। গুজরাতে ভোট প্রচারের জন্য সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন তৈরি করেছে বিজেপি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ১৭:৩২
Share: Save:

পাপ্পুর নাম বদলাতে হবে। না হলে বাজারে ছাড়া যাবে না তাঁকে। বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন।

বিষয়টি একটি বিজ্ঞাপনকে ঘিরে। গুজরাতে ভোট প্রচারের জন্য সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন তৈরি করেছে বিজেপি। অনুমোদনের জন্য সেই বিজ্ঞাপনের একটি ভিডিও রাজ্য নির্বাচন কমিশনের মিডিয়া কমিটির কাছে পাঠায় বিজেপি। গত ৩১ অক্টোবরে ভিডিওটি পাঠানো হয়।

আরও পড়ুন: ফের ধাক্কা কেরলের বাম সরকারে, জমি দুর্নীতিতে ইস্তফা পরিবহণ মন্ত্রীর

‘কিরানা’ নামে ওই বিজ্ঞাপনের একটি অংশে দেখা যায়, পাপ্পু নামে এক যুবক সব্জি কিনতে বাজারে ঢোকেন। এর পর তিনি এক সব্জি বিক্রেতার কাছে যান। ঠিক সে সময়ই ওই বিক্রেতা বলবেন, ‘‘স্যর, পাপ্পুভাই আয়ে লাহতা হ্যায়।’’ অর্থাৎ পাপ্পুভাই এসে গিয়েছে। এই অংশটিতেই সম্প্রচারে আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের মনে হয়েছে, সরাসরি নাম না নিলেও পাপ্পুর চরিত্রটা আসলে রাহুল গাঁধীকে ব্যঙ্গ করার জন্য ব্যবহার করেছে বিজেপি।

কারণ, সোশ্যাল মিডিয়ায় রাহুল গাঁধীকে বিজেপি কর্মীরা পাপ্পু নামে অনেক বার আক্রমণ করেছেন। রাহুল গাঁধীকে ব্যঙ্গ করে ফেসবুক এবং টুইটারে #পাপ্পু এবং #পাপ্পুসেনসরড‌্ ট্রেন্ডিং টপিকও। মনে করা হচ্ছে, সে কারণেই নির্বাচন কমিশন বিজেপির এই বিজ্ঞাপনে আপত্তি জানায়। কমিশন বিজেপিকে চরিত্রের নাম বদলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE