Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বাজিতে দৃষ্টি হারালেন ইঞ্জিনিয়ারিং ছাত্রী

হায়দরাবাদের ইব্রাহিমপত্তনমের গুরু নানক ইঞ্জিনিয়ারিং কলেজে হস্টেলের পড়ুয়ারা বৃহস্পতিবার রাতে বাজি পোড়াচ্ছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১৮:২১
Share: Save:

দিওয়ালির আগে বাজি পোড়ানো নিয়ে নানা সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা! কচিকাচা থেকে বড়রা সকলেই মেতে থাকেন দিওয়ালির রাতে বাজি পোড়ানোর আনন্দে। ফলে বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। তেমনই একটি ঘটনা ঘটেছে হায়দরাবাদে।

আরও পড়ুন: না বলে বাড়ি ঢোকায় রাস্তায় থুতু ফেলিয়ে চাটানো হল বিহারে

হায়দরাবাদের ইব্রাহিমপত্তনমের গুরু নানক ইঞ্জিনিয়ারিং কলেজে হস্টেলের পড়ুয়ারা বৃহস্পতিবার রাতে বাজি পোড়াচ্ছিলেন। দুমদাম বাজি ফাটছিল। চরকি, হাউই, চকোলেট বোমা থেকে শুরু করে হরেক রকমের বাজি ছিল পড়ুয়াদের সঙ্গে। একেকটা বাজি ফাটছিল আর হাততালি, উল্লাসে ফেটে পড়ছিলেন তাঁরা। সে সময় কলেজের গার্লস হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন স্বপ্না নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী। বাজি পোড়ানো দেখছিলেন তিনি। ওই পড়ুয়ারা যখন বাজি পোড়াচ্ছিলেন আচমকা সেখান থেকে একটি হাউই বাজি এসে স্বপ্নার চোখে আঘাত করে। গুরুতর আহত হন তিনি। এক লহমায় সেই আনন্দ বদলে যায় বিষাদে। হাসপাতালে স্বপ্নাকে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা জানান, স্বপ্না দৃষ্টিশক্তি হারিয়েছেন।

আরও পড়ুন: আপনি কি পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করছেন? সতর্ক হোন

ওই রাতেই হায়দরাবাদের বিভিন্ন প্রান্ত থেকে বাজিতে পুড়ে গিয়ে আহত হওয়ার বেশ কিছু ঘটনা সামনে আসে। বেশ কয়েকটি পৃথক ঘটনায় পাঁচ শিশু-সহ ২৫ জন আহত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE