Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

হাত দিতে ঘেন্না? পা দিয়েই টয়লেট সিট পরিষ্কারের যন্ত্র এল বলে

হাত ছাড়াই এ বার ঝকঝকে করে নিতে পারেন আপনার টয়লেট সিট। আইআইটি মাদ্রাজের পাঁচ পড়ুয়া মিলে টয়লেট সিট পরিষ্কারের এমনই এক যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন। এ যন্ত্র চালাতে হাতের কোনও প্রয়োজন নেই।

এই যন্ত্রটিই বানিয়েছেন পাঁচ পড়ুয়া। ছবি :টুইটার।

এই যন্ত্রটিই বানিয়েছেন পাঁচ পড়ুয়া। ছবি :টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১২:৪০
Share: Save:

হাত ছাড়াই এ বার ঝকঝকে করে নিতে পারেন আপনার টয়লেট সিট। আইআইটি মাদ্রাজের পাঁচ পড়ুয়া মিলে টয়লেট সিট পরিষ্কারের এমনই এক যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন। এ যন্ত্র চালাতে হাতের কোনও প্রয়োজন নেই। পা দিয়েই ধুয়ে মুছে সাফ করে নিতে পারবেন।

যন্ত্রটি আকারে চৌকো। মাঝখানটা ফাঁকা। পাশে পা রাখার একটি জায়গা রয়েছে। তার সঙ্গেই যুক্ত রয়েছে পরিষ্কারের সরঞ্জাম। যা জল দিয়ে ভিজিয়ে নিতেও পারেন। পা দিয়ে চাপ দিলেই ওই সরঞ্জামটি আস্তে আস্তে পরিষ্কার করে দেবে টয়লেট সিট। এই চৌকো বক্সটি যে কোনও টয়লেট সিটের সঙ্গে ফিট করা যায়।

আরও পড়ুন: ‘ওরা কাঁচা ডিম খায়! নরমাংসও খায় শুনেছি, ওরা সব করতে পারে’

উদ্ভাবক পাঁচ পড়ুয়ার কথায়, টয়লেট জীবাণুদের হট হাউস বলেই পরিচিত। পৃথিবীর অন্যতম ব্যাকটেরিয়া পূর্ণ জায়গা এটি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ সেল সায়েন্স এন্ড বায়োটেকনোলজি-র তথ্য অনুযায়ী ভারতের ৩০ শতাংশ মহিলাই মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত। বিশেষ করে ২৫ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের ওই সংক্রমণের হার বেশি। সুস্থ থাকতে তাই রোজ টয়লেট সিট পরিষ্কার করা উচিত। কিন্তু যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেদেরকে রাখি, ততটা নজর টয়লেট সিটের প্রতি দিই না। এর অন্যতম কারণ, অনেকেই টয়লেট সিটে হাত দিতে চান না। এই যন্ত্র বাজারে এলে সেই সমস্যার সমাধান হবে এবং একই সঙ্গে টয়লেট সিটকেও জীবাণুমুক্ত রাখা যাবে বলে তাঁরা জানাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toilet seat Madras IIT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE