Advertisement
E-Paper

বায়ুসেনার মধ্যে পাকিস্তানের চর!

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে প্রাক্তন বায়ুসেনা কর্মীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। সোমবার পঞ্জাবের ভাতিন্ডা থেকে রঞ্জিত নামে ওই বায়ুসেনা কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪০

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে প্রাক্তন বায়ুসেনা কর্মীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। সোমবার পঞ্জাবের ভাতিন্ডা থেকে রঞ্জিত নামে ওই বায়ুসেনা কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার সময় তাকে হাতে নাতে ধরে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, মাস তিনেক ধরেই প্রাক্তন ওই বায়ুসেনা কর্মীর উপর নজর রেখেছিল পুলিশ। অবশ্য সাফল্য মেলে গত সোমবার। তথ্য পাচারের সময় ধরা পড়ে ওই বায়ুসেনা কর্মী। অভিযোগের সত্যতা মেলার পর ওই দিনই তাকে বাহিনী থেকে বহিষ্কার করে ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার তাকে পাতিয়ালার আদালতে তোলা হয়।
অত্যন্ত সংবেদনশীল গোপন ফৌজি নথি পাচারের অভিযোগে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) একবালপুর থেকে গ্রেফতার করে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র প্রভাবশালী সদস্য ইরশাদ আনসারি, তার ছেলে টিএমসিপি নেতা আসফাক এবং ইরশাদের শ্যালক মহম্মদ জাহাঙ্গির। উত্তপ্রদেশের মেরঠ থেকে ধরা হয় সন্দেহভাজন আইএসআই এজেন্ট তথা পাক নাগরিক মহম্মদ কালাম ওরফে ইজাজ। ইজাজের সূত্র ধরেই জানা যায় ইরশাদের হদিস। ইরশাদ যে দিন ধরা পড়ে সে দিনই রাজৌরির দু’জন বাসিন্দাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে এক জন বিএসএফ-এর গোয়েন্দা বিভাগের কর্মী, আব্দুল রাশিদ। রাশিদের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ করিয়ে দেয় তারই আত্মীয় কাফাইতুল্লাহ খান। কাফাইতুল্লাহকে জেরার সূত্র ধরেই জানা যায়, দিল্লিতে পাক হাইকমিশনের এক কর্মীর নির্দেশেই চরবৃত্তির কাজ করছিল।

এই সংক্রান্ত আরও খবর...

• পাক হাইকমিশনের কর্মী আইএসআইয়ের চর?

তৃণমূলের শ্রমিক নেতা আইএসআই-এর চর!

iaf officer arrested bhatinda isi spy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy