Advertisement
E-Paper

জোহরা পড়বেই, সব দায়িত্ব নেবেন গম্ভীর

তাঁর কফিনবন্দি দেহটা চোখের সামনে দেখেই ফুঁপিয়ে কেঁদে ওঠে খুদে জোহরা। সম্প্রতি এমনই একটা ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জঙ্গি হামলার নিন্দায় ব্যাপক ঝড়ও ওঠে। কিন্তু আজ ক্রিকেটার গৌতম গম্ভীর যাবতীয় সাহায্য নিয়ে জোহরার পাশে দাঁড়ানোর আশ্বাস দিতেই, আশার আলো উপত্যকায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩৭

লোকে বলাবলি করলেও বাবা যে আর ফিরবে না, প্রথমটায় যেন ঠাহর করতে পারেনি বছর পাঁচেকের মেয়েটা। যদিও ছবিটা পাল্টে যায় খানিক পরেই। গত ১৮ অগস্ট কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় মারা যান জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই আব্দুল রশিদ। তাঁর কফিনবন্দি দেহটা চোখের সামনে দেখেই ফুঁপিয়ে কেঁদে ওঠে খুদে জোহরা। সম্প্রতি এমনই একটা ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জঙ্গি হামলার নিন্দায় ব্যাপক ঝড়ও ওঠে। কিন্তু আজ ক্রিকেটার গৌতম গম্ভীর যাবতীয় সাহায্য নিয়ে জোহরার পাশে দাঁড়ানোর আশ্বাস দিতেই, আশার আলো উপত্যকায়। গম্ভীরকে কুর্নিশ জানিয়েছেন খোদ রাজ্য পুলিশের ডিজি এসপি বৈদ্য। তাঁর কথায়, ‘‘এতে শুধু রশিদের পরিবার নয়, জঙ্গিদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়া নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যেরই মনোবল বাড়বে বলে আমার বিশ্বাস।’’

টুইটারে জোহরার কোনও অ্যাকাউন্ট থাকার কথা নয়। গম্ভীর তবু তাকেই এ দিন লেখেন, ‘‘তোমার বাবাকে হয়তো ফিরিয়ে দিতে পারব না জোহরা। তবে তোমার আজীবন পড়াশোনার দায়িত্ব নিতে পারি। চাইব তোমার সব স্বপ্ন সফল হোক। স্যালুট করছি তোমার শহিদ বাবাকেও।’’ গম্ভীরের ম্যানেজারও পরে জোহরার পাশে দাঁড়ানোর কথা জানান।

আরও পড়ুন:বাড়িতেই খুন প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ

জোহরার চোখে জল— ফেসবুকে সেই ছবি ভাইরাল হওয়ার পর-পরই দক্ষিণ কাশ্মীর পুলিশে ডিআইজি এসপি পানির তরফে সহানূভূতির বার্তা মিলেছিল। তিনি গোড়াতেই লিখেছিলেন, ‘‘তোমার চোখের জল অনেক হৃদয় নাড়িয়ে দিয়েছে।’’ আজ গম্ভীরের আশ্বাসে তাই খুশির হাওয়া পুলিশ মহলে।

গম্ভীর অবশ্য এর আগেও পুলিশ ও বাহিনীর পাশে দাঁড়িয়েছেন। গত এপ্রিলে ছত্তীসগঢ়ে মাওবাদী হামলায় নিহত ২৪ জন সিআরপি জওয়ানের সন্তানদের পড়াশুনোর দায়িত্ব নিয়েছিলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।

Education Zohra Gautam Gambhir Slain Martyred Jammu and Kashmir Policemen জোহরা গৌতম গম্ভীর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy