Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

৮ শতাংশ সুদে প্রবীণদের জন্য নয়া পেনশন প্রকল্প কেন্দ্রের

প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা (পিএমভিভিওয়াই) নামে ১০ বছরের এই প্রকল্পে স্থায়ী ভাবে ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র।

প্রকল্প উদ্বোধনে অর্থমন্ত্রী অরুণ জেটলি, এলআইসি চেয়ারম্যান ভি কে শর্মা। ছবি: পিটিআই।

প্রকল্প উদ্বোধনে অর্থমন্ত্রী অরুণ জেটলি, এলআইসি চেয়ারম্যান ভি কে শর্মা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ১৭:০৩
Share: Save:

ব্যাঙ্ক এবং ডাকঘরে যখন সুদ কমেই চলেছে, তখন দেশের প্রবীণ নাগরিকদের কিছুটা স্বস্তি দিয়ে নতুন পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র। প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা (পিএমভিভিওয়াই) নামে ১০ বছরের এই প্রকল্পে স্থায়ী ভাবে ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র।

এই প্রকল্পের আওতায় আসবেন ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকেরা। প্রকল্পটির কথা আগেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আরও পড়ুন: প্রাক্তন টিভি অ্যাঙ্করের ভয়ঙ্কর মৃত্যু, দেখুন ভিডিও

কেন্ত্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, জীবনবিমা নিগমের মাধ্যমে অনলাইনে বা সরাসরি এই পলিসি কিনতে পারবেন প্রবীণ নাগরিকেরা। পিএমভিভিওয়াই-কে জিএসটি-র আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে পেনশনভোগীদের উপর অতিরিক্ত করের বোঝা চাপবে না। চলতি বছরের ৪ মে থেকে আগামী বছরের ৩ মে পর্যন্ত এই পলিসি কেনা যাবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রকের এক শীর্ষ কর্তা।

অনলাইনে বা সরাসরি এই পলিসি কিনতে পারবেন বয়স্ক নাগরিকেরা। ছবি: সংগৃহীত।

মন্ত্রক জানিয়েছে, ১০ বছরের জন্য এই পলিসি চালু থাকবে। ওই সময়সীমা শেষে পেনশনভোগী ব্যক্তি জীবিত থাকলে তাঁকে পলিসি কেনার টাকা-সহ পেনশনের শেষ কিস্তি ফেরত দেওয়া হবে। অসুস্থতা বা অন্য বিশেষ কোনও কারণে মেয়াদের আগেই এই প্রকল্প ছেড়ে দিতে পারবেন পেনশনভোগী। সে ক্ষেত্রে পলিসি কেনার ৯৮ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে। এই প্রকল্প চলাকালীন পেনশন প্রাপকের মৃত্যু হলে নমিনিকে ওই পলিসি কেনার টাকা দেওয়া হবে।

প্রকল্পে মিলবে ঋণের সুবিধাও। সে ক্ষেত্রে পলিসি কেনার তিন বছর পর ঋণ নেওয়া যাবে। যত টাকার পলিসি কেনা হয়েছে তার ৭৫ শতাংশ ঋণ হিসেবে মিলবে বলে জানিয়েছে মন্ত্রক। পেনশনের কিস্তির থেকেই সেই ঋণের সুদ কেটে নেওয়া হবে।

• এক ঝলকে পলিসির খুঁটিনাটি-

পেনশনের ধরন সর্বনিম্ন পিপি সর্বোচ্চ পিপি সর্বনিম্ন পিএ সর্বোচ্চ পিএ

বার্ষিক ১,৪৪,৫৭৮ টাকা ৭,২২,৮৯২ টাকা ১২,০০০ টাকা ৬০,০০০ টাকা

ষাণ্মাসিক ১,৪৭,৬০১ টাকা ৭,৩৮,০০৭ টাকা ৬,০০০ টাকা ৩০,০০০ টাকা

ত্রৈমাসিক ১,৪৯,০৬৮ টাকা ৭,৪৫,৩৪২ টাকা ৩,০০০ টাকা ১৫,০০০ টাকা

মাসিক ১,৫০,০০০ টাকা ৭,৫০,০০০ টাকা ১,০০০ টাকা ৫,০০০ টাকা

* পিপি- পারচেজ প্রাইস

* পিএ পেনশন অ্যামাউন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE