Advertisement
০৬ মে ২০২৪
National News

বিরোধী ঐক্য ভাঙার চেষ্টা শুরু হয়েছে: অভিযোগ তৃণমূলনেত্রীর

ফের রাষ্ট্রপতির দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে এই নিয়ে তৃতীয় বার রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাইতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তার আগে ফের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ‘‘সরকার বিরোধীদের ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে’’, অভিযোগ তৃণমূলনেত্রীর।

রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৫:৩৫
Share: Save:

ফের রাষ্ট্রপতির দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে এই নিয়ে তৃতীয় বার রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাইতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তার আগে ফের রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ‘‘সরকার বিরোধীদের ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে’’, অভিযোগ তৃণমূলনেত্রীর।

রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে বুধবারই আবেদন গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আজ, বৃহস্পতিবার, রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সময় বরাদ্দ করেন। রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হওয়ার আগে কেন্দ্রীয় সরকারকে এ দিন ফের এক হাত নিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে অন্তত ৭০০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও ব্যাঙ্ক নেই, পোস্ট অফিস নেই। সেই সব এলাকার মানুষ প্রবল সমস্যায় পড়েছেন।’’ মমতা বলেছেন, ‘‘চা বাগানের শ্রমিক, পাটশিল্পের শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, দিনমজুর, নির্মানকর্মীরা এ বার মারা পড়বেন।’’ এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ঘোষণা করেছেন। মোদী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘‘বিরোধীদের ঐক্যে সরকার ভাঙন ধরানোর চেষ্টা করছে। আমরা একজোট আছি। যদি সব দলই একজোট থাকে তা হলে ঐক্য টিকে থাকবে। আমাদের লড়াই জারি থাকবে।’’

আরও পড়ুন: উধাও সাড়ে তিন কোটির খোঁজ মিলল, আটক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Accuses Govt Divide and Rule Policy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE