Advertisement
E-Paper

এক মুখ্যমন্ত্রীর শপথই যুদ্ধের মঞ্চ ’১৯-এর

সে সব রাজরাজড়াদের মহিমা, পর্যটকদের কাছে যার মূল্য রয়েছে।

অগ্নি রায়

শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৪:০৫
প্রার্থনা: মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণের আগে মঞ্জুনাথস্বামী মন্দিরে এইচ ডি কুমারস্বামী। মঙ্গলবার।

প্রার্থনা: মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণের আগে মঞ্জুনাথস্বামী মন্দিরে এইচ ডি কুমারস্বামী। মঙ্গলবার।

রাজত্বের বৈভব, শ্রীরঙ্গনাথস্বামীর সম্মুখসমর ব্রিটিশদের সঙ্গে, পুড়ে যাওয়ার পরেও ফিনিক্সের মত নতুন শৈলীতে জেগে ওঠা রাজপ্রাসাদ— কর্নাটকের ইতিহাসকে মহিমা দিয়েছে। কিন্তু সে সব রাজরাজড়াদের মহিমা, পর্যটকদের কাছে যার মূল্য রয়েছে।

কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আগামিকাল হতে চলেছে, তাকে কর্নাটকের ইতিহাসে এক মাইলফলক বলেই মনে করছেন রাজনীতির লোকজন। একটিমাত্র বিধানসভার ভোটকে কেন্দ্র করে লোকসভা ভোটের নান্দিমুখের আয়োজন— এমনটা কখনও দেখেনি কর্নাটক।

অস্বীকার করার উপায় নেই যে এমন ঘটনা গোটা দেশেই বিরল। বহু বছর আগে এন টি রামরাও অন্ধ্রপ্রদেশে তাঁর সরকারের পাঁচ বছর পূর্তিতে দেশের তাবৎ বিরোধী নেতাদের হায়দরাবাদে জড়ো করেছিলেন। সে ছিল কংগ্রেস-বিরোধী জোট রাজনীতির একটি ধাপ। ইতিহাসের পালা বদলে গিয়ে এখন জোট গড়ার প্রস্তুতি বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক বিশেষজ্ঞ উপেন্দ্র বাসুকির কথায়, “শুধু কর্নাটক কেন? সম্প্রতি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে গোটা দেশ থেকে বিরোধীদের এমন মহাসম্মেলন কি দেখতে পেয়েছেন? আর এ তো শুধু আমন্ত্রিত অতিথি হিসেবে আসা নয়। বিজেপি-বিরোধী শক্তিকে একমঞ্চে ঝালিয়ে নেওয়ার একটা প্রদর্শনীও বটে। যা ঘটছে রাহুল গাঁধীর নেতৃত্বে।”

আজ, বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী। সেই উপলক্ষে সেজে উঠেছে বেঙ্গালুরু। মঙ্গলবার। ছবি: পিটিআই

আপাতত বেঙ্গালুরুর মুখ ঢেকেছে যে রাজনৈতিক বিজ্ঞাপনে, তা কুমারস্বামীর শপথের। এই সরকারি বিজ্ঞাপনের ছবিতে কুমারস্বামী ছাড়াও রয়েছেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, মায়াবতী, দেবগৌড়ারা। তার ভাষ্য— কর্নাটকের মানুষ, জাতীয় এবং আঞ্চলিক দলের নেতাদের আমরা হার্দিক স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুন:
জোট মসৃণ, আজ শপথ নেবেন কুমারস্বামী
শোলের মাটিতে অনড় প্রথমা, ফিরছেন রাধাও

কাল বিকেলে শপথের আগে বিধানসভার চত্বর খুলে দেওয়া হবে আমজনতার জন্য। একে একে আসতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নায়ডু, অরবিন্দ কেজরীবাল, মায়াবতী, অখিলেশ সিংহ যাদব, কে চন্দ্রশেখর রাও, শরদ যাদব, শরদ পওয়ার, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, অজিত সিংহের মতো নেতারা। অবিজেপি বড় নেতাদের মধ্যে অনুপস্থিত কেবল নীতীশ কুমার এবং নবীন পট্টনায়ক। এখনও পর্যন্ত খবর, সৌজন্যের খাতিরেও বিজেপির কোনও বড় মুখ কাল দেখতে পাওয়া যাবে না শপথে! স্টারলাইট-বিরোধী আন্দোলনে হঠাৎ তপ্ত তামিলনাড়ু। ডিএমকের স্ট্যালিন তাই আসছেন না।

যাঁদের থাকার কথা

• সনিয়া এবং রাহুল গাঁধী

• মমতা বন্দ্যোপাধ্যায়

• পিনারাই বিজয়ন ও
সীতারাম ইয়েচুরি

• অখিলেশ সিংহ যাদব

• মায়াবতী

• অজিত সিংহ

• শরদ যাদব

• শরদ পওয়ার

• তেজস্বী যাদব

• চন্দ্রবাবু নায়ডু

• সপুত্র কে চন্দ্রশেখর রাও

• কমল হাসন

• অরবিন্দ কেজরীবাল

H D Kumaraswamy Karnataka এইচডি কুমারস্বামী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy