Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

কার্টুন দেখে চাপ কাটান জয়েন্ট অ্যাডভান্স-এর ফার্স্ট বয়

আইআইটি রুরকি জোন থেকে এ বার পরীক্ষা দিয়েছিলেন সর্বেশ। ৩৬৬-র মধ্যে তিনি পেয়েছেন ৩৩৯। জয়েন্ট এন্ট্রান্সে সর্বেশের র‌্যাঙ্ক ছিল ৫৫।

সর্বেশ মেহতানি।

সর্বেশ মেহতানি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১৭:৫০
Share: Save:

তাঁর প্রিয় কার্টুন ‘ডোরেমন’। পড়ার ফাঁকে এই কার্টুন ছেলের দেখা চাই-ই। তা না হলে নাকি পড়ায় ঠিক মন বসে না। তাঁর যুক্তি এই কার্টুনই চাপ কাটাতে বেশ কাজে আসত। আইআইটি-জয়েন্ট (অ্যাডভান্সড) ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে এ কথাই জানালেন চণ্ডীগড়ের পঞ্চকুল্লার সর্বেশ মেহতানি। বাবা পরভেশ এক জন আয়কর দফতরের আধিকারিক। মা রাজবালা হরিয়ানা সরকারের শিল্প প্রশিক্ষণ দফতরে কাজ করেন।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুণের আকসাত চুঘ এবং ও তৃতীয় হয়েছেন দিল্লির অনন্যে অগ্রবাল। রবিবার সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়।

আরও পড়ুন: জয়ার বাড়িতে ঢুকতে বাধা ভাইঝি দীপা জয়কুমারকে, পোয়েস গার্ডেনে ধুন্ধুমার

আইআইটি রুরকি জোন থেকে এ বার পরীক্ষা দিয়েছিলেন সর্বেশ। ৩৬৬-র মধ্যে তিনি পেয়েছেন ৩৩৯। জয়েন্ট এন্ট্রান্সে সর্বেশের র‌্যাঙ্ক ছিল ৫৫। অন্য দিকে, অনন্যে অগ্রবাল জয়েন্টের মতো এ বারও তৃতীয় স্থান ধরে রেখেছেন।

পূর্ব ভারতে শীর্ষে রয়েছেন এ রাজ্যের দেবাদিত্য প্রামাণিক। সারা দেশের মধ্যে তাঁর র‌্যাঙ্ক ৩৮। সিবিএসই-র দ্বাদশ এবং জয়েন্ট এন্ট্রাস ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন তিনি। আআইটি প্রবেশিকা পরীক্ষাতেও সাফল্যে যথেষ্ট খুশি তিনি ও তাঁর পরিবার। অন্য দিকে, রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন আইরিন ঘোষ। তাঁর সর্বভারতীয় র‌্যাঙ্ক ৪৫।

এ বছর পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৭৪ হাজার। তাঁদের মধ্যে ৫০০ জন ছিলেন বিদেশি পরীক্ষার্থী। এই প্রথম ভারতের পাশাপাশি আরও ছ’টি দেশে এই পরীক্ষা হয়েছে। কে কোন আআইটি-তে যাবেন সেই তালিকা প্রকাশিত হবে ১৯ জুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE