Advertisement
১৬ জুন ২০২৪
National

বাড়ি, গাড়ি ঋণের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

গাড়ি ও বাড়ি কেনার জন্য নেওয়া ঋণের ওপর এখন যে সুদ গুনতে হয় মাসে মাসে, তা অনেকটাই কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের হিসেবে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে তিন বছরের জন্য নেওয়া ঋণের জন্য এখন যে সুদ গুনতে হয় ৯.০৫ শতাংশ হারে, তা কমে হল ৮.১৫ শতাংশে। আর এমসিএলআর ৮.৬৫ শতাংশ থেকে কমে হল ৭.৭৫ শতাংশ। রবিবার থেকেই লাগু হল নতুন সুদের হার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ১৯:৫২
Share: Save:

গাড়ি ও বাড়ি কেনার জন্য নেওয়া ঋণের ওপর এখন যে সুদ গুনতে হয় মাসে মাসে, তা অনেকটাই কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের হিসেবে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে তিন বছরের জন্য নেওয়া ঋণের জন্য এখন যে সুদ গুনতে হয় ৯.০৫ শতাংশ হারে, তা কমে হল ৮.১৫ শতাংশে। আর এমসিএলআর ৮.৬৫ শতাংশ থেকে কমে হল ৭.৭৫ শতাংশ। রবিবার থেকেই লাগু হল নতুন সুদের হার। ব্যাঙ্ক সূত্রের খবর, খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের জমার ওপর দেওয়া সুদের হারেও রদবদল ঘটাবে।

আরও পড়ুন- নোট-বন্দির ধাক্কা সামাল দিতে কল্পতরু প্রধানমন্ত্রী

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে, গাড়ি ও বাড়ি কেনার জন্য স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার উৎসাহ বাড়বে। তাতে ব্যাঙ্কের ঘরে নতুন ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট ঢুকবে অনেক বেশি পরিমাণে। গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণা করার পর গত দু’মাসে স্টেট ব্যাঙ্কের ঘরে ১৪ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট ঢুকেছে। অথচ, দৈনন্দিন কাজ চালানোর মতো পর্যাপ্ত পরিমাণে নতুন ৫০০, ১০০০ আর ২০০০ টাকার নোট স্টেট ব্যাঙ্কের হাতে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE