এক জন আইন প্রণেতার মুখেই আইন ভাঙার কথা! সংসদে দাঁড়িয়ে জুভেনাইল আইন নিয়ে বলতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “নির্ভয়ার জায়গায় যদি আমার মেয়ে থাকত, তা হলে ওই দুষ্কৃতীকে গুলি করে মারতাম।” এক জন আইন প্রণেতার মুখে আইন হাতে তুলে নেওয়ার কথায় দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, এ ধরনের কথা কী করে বলতে পারলেন ওই সাংসদ! দেশ জুড়ে এখন জুভেনাইল আইন বদলানোর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ডেরেকের এই মন্তব্য যেন সেই বিতর্কে আরও হাওয়া দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Had my daughter would have been at the place of Nirbhaya, I would have shot dead the perpetrators of the crime: Derek O'Brien
এই সংক্রান্ত আরও খবর...
• নাবালক মুক্তই, সংসদে আলোচনা আজ