Advertisement
E-Paper

কাল তো ব্যাঙ্ক খুলছে, কী করবেন জেনে নিন

গত কাল রাত ১২টা থেকেই ৫০০ ও ১,০০০ টাকার সমস্ত নোট অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ দিকে আপনার কাছে রয়েছে এই সব টাকার নোট। কী করবেন? ঠিক কী ভাবে কাজ করবে এই স্কিম?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ১৮:২৮

গত কাল রাত ১২টা থেকেই ৫০০ ও ১,০০০ টাকার সমস্ত নোট অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ দিকে আপনার কাছে রয়েছে এই সব টাকার নোট। কী করবেন? ঠিক কী ভাবে কাজ করবে এই স্কিম? কেন এই স্কিমের সাহায্য নিতে হল কেন্দ্রীয় সরকারকে? জেনে নিন এমনই কিছু জরুরি প্রশ্নের উত্তর।

১। কেন এই স্কিমের প্রয়োজন পড়ল?

৫০০ ও ১০০০ টাকার নকল নোট ক্রমশই ছড়িয়ে পড়ছিল। সাধারণ মানুষের কাছে আসল-নকল নোটের ফারাক বোঝা সম্ভব নয়। অনৈতিক ও বেআইনি কাজে ব্যবহৃত হচ্ছে নকল নোট। সন্ত্রাস ও কালো টাকার জালিয়াতি রোখার জন্য এই স্কিম নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

২। কী এই স্কিম?

এই মুহূর্তে বাজারে থাকা সব ৫০০ ও ১০০০ টাকার শুধু ৮ নভেম্বর, ২০১৬-র পর থেকে অবৈধ হয়ে যাবে। এই সব অবৈধ নোট সারা দেশের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি শাখা। হেড পোস্ট অফিস ও সাব-পোস্ট অফিস থেকে বদল করা যাবে।

৩। ঠিক কত টাকা পর্যন্ত নোট বদল করা যাবে?

আপনার কাছে ৫০০ ও ১০০০ টাকার নোটে যে পরিমাণ সঞ্চিত অর্থ রয়েছে তার পুরোটাই আপনি পেয়ে যাবেন।

৪। পুরোটাই কি টাকায় পেতে পারি?

না। পুরোটা আপনি টাকায় পাবেন না। ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশ পেতে পারেন। বাকিটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

৫। পুরোটা ক্যাশ দেওয়া সত্ত্বেও কেন আমি টাকায় ফেরত্ পাবো না?

এই নিয়মেই স্কিম তৈরি করা হয়েছে।

৬। ৪,০০০ টাকা আমার প্রয়োজনের তুলনায় কম। কী করা যেতে পারে এ ক্ষেত্রে?

বিল দেওয়ার জন্য বা কেনাকাটা করার জন্য ব্যাঙ্কে গচ্ছিত টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ওয়ালেট ব্যবহার করতে পারেন।

৭। যদি আমার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে?

যে কোনও সময় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন।

৮। যদি আমার শুধু জন ধন যোজনা অ্যাকাউন্ট থাকে?

জন ধন যোজনা অ্যাকাউন্ট হোল্ডাররা ক্যাশ এক্সেচেঞ্জের সুবিধা পাবেন।

৯। কোথায় কোথায় এই এক্সচেঞ্জের সুবিধা পাওয়া যাবে?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ইস্যু অফিস, কমার্শিয়াল ব্যাঙ্কের যে কোনও শাখা, রাজ্য সমবায় ব্যাঙ্ক, হেড পোস্ট অফিস ও সাব-পোস্ট অফিস থেকে পুরনো নোট বদল করা যাবে।

১০। আমাকে কি নোট বদল করতে নিজের ব্যাঙ্কের শাখাতেই যেতে হবে?

৪,০০০ টাকা পর্যন্ত নোট আপনি যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে বদল করতে পারবেন। শুধু সঙ্গে রাখতে হবে বৈধ পরিচয় পত্র। তার বেশি টাকা হলে আপনি নির্দিষ্ট ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন। ৪,০০০ টাকার ওপর ইলেকট্রনিক ফান্ডা ট্রান্সফারের ক্ষেত্রে বৈধ পরিচয় পত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রয়োজন হবে।

১১। আমার নিজের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আমি কি কোনও পরিবারের সদস্য বা বন্ধুর অ্যাকাউন্টে টাকা এক্সচেঞ্জ করতে পারি?

এ ক্ষেত্রে আপনার আত্মীয় বা বন্ধুর লিখিত অনুমতি পত্রের প্রয়োজন হবে। ব্যাঙ্কে সেই অনুমতি পত্র ও আপনার বৈধ পরিচয় পত্র দেখিয়ে পুরনো নোট বদল করতে পারেন।

১২। আমি যদি নিজে ব্যাঙ্কে যেতে না পারি অন্য কারও হাত দিয়ে কি আমি নিজের অ্যাকাউন্টে পুরনো টাকা বদল করতে পাঠাতে পারি?

এই কাজে নিজে ব্যাঙ্কে আসাই শ্রেয়। যদি না আসতে পারেন একান্তই তাহলে কাউকে পাঠাতে পারেন। সঙ্গে থাকতে হবে আপনার লিখিত চিঠি ও সেই ব্যক্তির বৈধ পরিচয় পত্র।

১৩। আমি কি এটিএম থেকে টাকা তুলতে পারি?

৯ ও ১০ নভেম্বর এটিএম বন্ধ থাকবে। ১১ নভেম্বর থেকে এক দিনে কোনও নির্দিষ্ট কার্ড থেকে ২,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। ১৯ নভেম্বর থেকে প্রতি দিন ৪,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।

১৪। আমি কি চেকের বিনিময় টাকা তুলতে পারি?

২৪ নভেম্বর পর্যন্ত চেক বা উইথড্রয়াস স্লিপের বিনিময়ে প্রতি দিন ১০,০০০ টাকা ও প্রতি সপ্তাহে ২০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন।

১৫। আমি কি এটিএম, ক্যাশ ডিপোজিট মেশিন বা ক্যাশ রিসাইক্লারের মাধ্যমে ব্যাঙ্ক নোট জমা দিতে পারি?

হ্যাঁ। এই তিনটে সুবিধাই পেতে পারেন।

১৬। আমি কি ইলেকট্রনিক মোড পেমেন্ট(এনইএফটি/আরটিজিএস/আইএমপিএস/ইন্টারনেট ব্যাঙ্কিং/মোবাইল ব্যাঙ্কিং) ব্যবহার করে পারি?

হ্যাঁ। যে কোনও ইলেকট্রনিক মোড ব্যবহার করতে পারেন।

১৭। কত দিনের মধ্যে পুরনো নোট বদল করা যাবে?

৩০ ডিসেম্বর, ২০১৬-র মধ্যে যে কোনও বাণিজ্যিক শাখা, আঞ্চলিক ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্কের শাখা থেকে পুরনো নোট বদল করতে পারবেন। যারা এই সময়ের মধ্যে বদল করতে পারবেন না তাদের আরও কিছু দিন সময় দেওয়া হবে। এর পর রিজার্ভ ব্যাঙ্কের শাখায় গিয়ে নির্দিষ্ট নথি জমা দিয়ে তারা পুরনো নোট বদল করতে পারবেন।

১৮। আমি এই মুহূর্তে ভারতের বাইরে রয়েছি। কী করতে পারি?

যদি আপনার কাছে ভারতীয় ব্যাঙ্কের নোট থাকে তাহলে আপনি দেশে থাকা আপনার কোনও আত্মীয় বা বন্ধুকে নিজের লেখা চিঠি দিয়ে পাঠাতে পারেন ব্যাঙ্কে। সঙ্গে থাকতে হবে সেই ব্যক্তির বৈধ পরিচয় পত্র।

১৯। আমি এক জন প্রবাসী ভারতীয়। আমার এনআরও অ্যাকাউন্ট রয়েছে। আমি কি নিজের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারি?

হ্যাঁ। আপনি এনআরও অ্যাকাউন্টে ব্যাঙ্ক নোট জমা করতে পারেন।

২০। আমি এক জন বিদেশি পর্যটক। আমার কাছে ৫০০ ও ১,০০০ টাকার নোট রয়েছে। আমি কী করতে পারি?

আপনি ৫,০০০ টাকার সমান পর্যন্ত ফরেন এক্সচেঞ্জ কিনতে পারেন। এই স্কিম ঘোষণার ৭২ ঘটনার মধ্যে ফরেন এক্সচেঞ্জ কিনতে হবে এবং কেনার সময় ব্যাঙ্ক নোট কেনার প্রমাণ দেখাতে হবে।

২১। যদি আমার জরুরিকালীন টাকা প্রয়োজন হয় তাহলে কী করা যেতে পারে?

এই ঘোষণার ৭২ ঘণ্টা পর্যন্ত সরকারি হাসপাতালের বিল মেটাতে, সরকারি বাসের টিকিট কাটতে, রেলের টিকিট কাটতে, বিমানের টিকিট কাটতে ৫০০ ও ১,০০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন।

২২। কোন কোন নথি ব্যাঙ্ক বৈধ পরিচয় পত্র হিসেবে ধার্য করবে?

আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, এনআরইজিএ কার্ড, সরকারি দফতরের পরিচয় পত্র ও পাবলিক সেক্টর ইউনিট কর্মচারীরা নিজেদের পরিচয় পত্র এই কাজে ব্যবহার করতে পারেন।

২৩। এই বিষয় আরও তথ্য কোথায় পাওয়া যাবে?

রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পাবেন।

২৪। কোনও সমস্যায় পড়লে কোথায় জানাতে হবে?

১৮০০ ২০৯ ৫৫৭৭/১৮০০ ১০৩ ৫৫৭৭ হেল্পলাইন নম্বরে আপনার সমস্যার কথা সরাসরি আলোচনা করতে পারেন।

আরও পড়ুন: জেনে নিন বাতিল হওয়া নোট সংক্রান্ত জরুরি তথ্য

Fake Currency Notes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy