Advertisement
E-Paper

মহারাষ্ট্রে পুরভোটে কংগ্রেস ২, বিজেপি ১

ভিওয়ান্দি পুরসভা কংগ্রেস পেয়েছে। মালেগাঁওয়েও বিজেপি’র চেয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। এনসিপি’র সঙ্গে হাত মিলিয়ে মালেগাঁও পুরসভাও পাবে কংগ্রেস। বিজেপি’র সান্ত্বনা শুধু একটাই, দখল করতে পেরেছে পানভেল পুরসভা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ১৯:২৪

মহারাষ্ট্রের তিন পুরসভার নির্বাচনে কংগ্রেস ২, বিজেপ ১।

সাম্প্রতিক নির্বাচনগুলিতে হতোদ্যম কংগ্রেসকে এই ফলাফল কিছুটা হলেও স্বস্তি দিল।

রাজ্যের তিনটি পুরসভার নির্বাচনে মাত্র একটি পুরসভার দখল নিতে পারল কেন্দ্রের শাসক দল। বাকি দু’টির একটিতে ইতিমধ্যেই জিতে গিয়েছে কংগ্রেস। শরদ পওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে হাত মিলিয়ে অন্যটিতেও ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।

ভিওয়ান্দি পুরসভা কংগ্রেস পেয়েছে। মালেগাঁওয়েও বিজেপি’র চেয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। এনসিপি’র সঙ্গে হাত মিলিয়ে মালেগাঁও পুরসভাও পাবে কংগ্রেস। বিজেপি’র সান্ত্বনা শুধু একটাই, দখল করতে পেরেছে পানভেল পুরসভা।

৯০ আসনের ভিওয়ান্দি পুরসভায় কংগ্রেস পেয়েছে ৪৭টি আসন। বিজেপি ১৯। শিবসেনা ১২টি আসনে জিতলেও শরদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সেখানে একটি আসনও পায়নি। নির্দল ও অন্যান্য পেয়েছে ১২টি আসন।

৮৪ সদস্যের মালেগাঁও পুরসভায় কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেলেও একক ভাবে ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে সেখানে অবশ্য কিছুটা পিছিয়ে রয়েছে। পেয়েছে ২৮টি আসন। তবে শরদ পওয়ারের দল এনসিপি মালেগাঁওয়ে ২০টি আসন পাওয়ায়, তাদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস মালেগাঁও পুরসভা দখল করতে চলেছে।

আরও পড়ুন- ইভিএমকে চ্যালেঞ্জ জানাতে কোনও দলই গেল না নির্বাচন সদনে

মালেগাঁওয়ে বিজেপি’র হাল আরও খারাপ। রয়েছে চতুর্থ স্থানে। পেয়েছে মাত্র ৯টি আসন। বিজেপি’কে টপকে শিবসেনা মালেগাঁও পুরসভায় পেয়েছে ১৩টি আসন। আর মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন পেয়েছে ৭টি আসন। বাকি ৭টি আসন পেয়েছে নির্দল ও অন্যান্য।

তবে পানভেল পুরসভার ৭৮টি আসনের মধ্যে ৫১টিই পেয়েছে বিজেপি। ২৩টি আসন পেয়ে পানভেলে দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি। শিবসেনা পানভেলে একটি আসনে জিততে না পারলেও, কংগ্রেস ও এনসিপি সেখানে দু’টি করে আসনে জিতেছে।

Maharastra Civic Poll BJP Congress রাহুল গাঁধী নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy