Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Manmohan Singh

অসহিষ্ণুতা ইস্যুতে ফের খোঁচা দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা চাইলেন সিংহ

দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্কোচন নিয়ে ফের নাম না করে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের ভাষণে মনমোহন শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে এনেছেন।

মনমোহন সিংহ। ছবি: সংগৃহীত।

মনমোহন সিংহ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ১৬:১৯
Share: Save:

দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্কোচন নিয়ে ফের নাম না করে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের ভাষণে মনমোহন শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে এনেছেন। কোনও মত যদি সামাজিক ধ্যানধারণা এবং প্রচলিত ঐতিহ্যের সঙ্গে মানানসই নাও হয়, তা হলেও সেই মত প্রকাশিত হতে দেওয়া উচিত বলে প্রাক্তন প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

আরও পড়ুন...
অপশাসনই ফের তুলে ধরতে চায় বিজেপি

মাত্র ১ টাকায় ভরপেট খাবার পাওয়া যায় এই ক্যান্টিনে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার অন্যতম বক্তা ছিলেন মনমোহন সিংহ। জেএনইউ এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি সেখানে উদ্বেগ প্রকাশ করেন। মনমোহন সিংহ বলেন, ‘‘দেশে মুক্ত চিন্তা এবং স্বাধীন মত প্রকাশের অধিকার বিপন্ন হয়ে পড়ছে।’’ প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জ্ঞানচর্চার স্বাধীনতা থাকা উচিত। সেই মত যদি চলতি বৌদ্ধিক ও সামাজিক ধ্যানধারণা এবং ঐতিহ্যের সঙ্গে মানানসই না হয়, তা হলেও তা প্রকাশের পরিসর দেওয়া দরকার।’’ তাঁর উদ্বেগ, ‘‘দুঃখের কথা হল, এ দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে খোলাখুলি মতপ্রকাশ করা, খোলা মনে ভাবনাচিন্তার অধিকার বিপদের মুখে পড়েছে।’’

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মতে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ আসলে রাজনীতিকদের দূরদৃষ্টির অভাবকেই প্রকট করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manmohan Singh Presidency University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE