Advertisement
১৬ মে ২০২৪
National News

দীর্ঘমেয়াদী লাভের জন্য স্বল্পমেয়াদী কষ্ট করুন, দেশকে পরামর্শ মোদীর

তিন বছরেরও কম সময়ে তাঁর সরকার দেশের অর্থনীতিকে বদলে গিয়েছে। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের রায়গড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শনিবার এ কথা বলেছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৪
Share: Save:

তিন বছরেরও কম সময়ে তাঁর সরকার দেশের অর্থনীতিকে বদলে গিয়েছে। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের রায়গড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শনিবার এ কথা বলেছেন। নোট বাতিলের পদক্ষেপের পক্ষে ফের জোর সওয়াল করে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘নোট বাতিল হল দীর্ঘমেয়াদী লাভের জন্য স্বল্পমেয়াদী কষ্ট।’’

শনিবার একাধিক কর্মসূচি হাতে নিয়ে মহারাষ্ট্রে গিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে রায়গড় জেলায় ন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিওরিটিজ মার্কেটস নামে একটি প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস উদ্বোধনের অনুষ্ঠানে তিনি ভাষণ দেন। ভাষণের বড় অংশ জুড়েই ছিল নোট বাতিল ইস্যু। তাঁর সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত সময়োচিত পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী এ দিন দাবি করেছেন। এই ধরনের সুচিন্তিত এবং বলিষ্ঠ পদক্ষেপ আরও নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী এ দিন ইঙ্গিত দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘একটি প্রজন্মের সময়কালেই ভারতকে আমি উন্নত রাষ্ট্রে পরিণত করব।’’ সেই পথেই যে কেন্দ্রীয় সরকার এগোচ্ছে তা এ দিন জোর দিয়ে দাবি করেছেন মোদী। তাঁর আরও দাবি, গত আড়াই বছরে ভারতের অর্থনীতিকে তিনি অনেকটাই বদলে দিয়েছেন।

আরও পড়ুন: গালিব-বচ্চন টেনে মোদীকে খোঁচা রাহুলের

যে অর্থনীতিবদরা নোট বাতিলের সমালোচনা করেছেন, তাঁদের প্রতিও এ দিন কটাক্ষ ছুড়েছেন নরেন্দ্র মোদী। খুব দ্রুত ছুটতে থাকা একটি গাড়ি নোট বাতিলের ধাক্কায় থেমে গিয়েছে বলে এক দল বিশ্লেষক যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শ্লেষ— তা হলে বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন যে ভারত আসলে একটি দ্রুতগামী গাড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Prime Minister Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE