Advertisement
E-Paper

পর্যটক টানতে আদনানে ভরসা রাখছে কাশ্মীর

পর্যটন দফতর জানিয়েছে, ৭ অক্টোবর ডাল লেকের ধারে আদনানের অনুষ্ঠান হওয়ার কথা। রাজ্যের আশা, অনুষ্ঠান সফল হলে কাশ্মীরে নিরাপত্তা নিয়ে সদর্থক বার্তা দেওয়া যাবে। পর্যটকেরা বুঝবেন, কাশ্মীর তাঁদের পক্ষে নিরাপদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০২:২৭

সন্ত্রাস আর হিংসার জেরে কাশ্মীরে পর্যটনে এখন রীতিমতো ভাটার টান। তাই পর্যটকদের আগ্রহ ফেরাতে আদনান সামির অনুষ্ঠানের আয়োজন করছে জম্মু-কাশ্মীর সরকার।

পর্যটন দফতর জানিয়েছে, ৭ অক্টোবর ডাল লেকের ধারে আদনানের অনুষ্ঠান হওয়ার কথা। রাজ্যের আশা, অনুষ্ঠান সফল হলে কাশ্মীরে নিরাপত্তা নিয়ে সদর্থক বার্তা দেওয়া যাবে। পর্যটকেরা বুঝবেন, কাশ্মীর তাঁদের পক্ষে নিরাপদ।
বিষয়টি নিয়ে আগামী মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যসচিব বি বি ব্যাস।

পর্যটন দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘‘আদনান ও তাঁর সহ-শিল্পীদের জন্য সব ব্যবস্থা ও অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।’’

আরও পড়ুন:হাসপাতাল থেকেই ফলাহারী বাবা ধৃত

গত সপ্তাহে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের গায়িকা আভা হাঞ্জুরার ‘সাজ-ই-কাশ্মীর’ অনুষ্ঠান দেখতে এসেছিলেন বহু মানুষ। তার পরে সঙ্গীতানুষ্ঠানকে সামনে রেখে পর্যটক টানার উদ্যোগ আরও গতি পেয়েছে।

রাজ্য সরকারের তথ্যই জানাচ্ছে, কাশ্মীরের পর্যটন শিল্প দু’দশকের মধ্যে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে। ৭০ শতাংশ ছাড় দিয়েও ৫ শতাংশের বেশি ঘর ভর্তি হচ্ছে না হোটেলে। হাউসবোট ভর্তির হার ১ থেকে ২ শতাংশের মধ্যে। ইতিমধ্যেই বন্ধ হয়েছে বেশ কিছু হোটেল। ছাঁটাই হয়েছেন বহু কর্মীও। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ অন্য ক্ষেত্রে চাকরি খুঁজছেন। ফলে মরিয়া হয়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করার পথ খুঁজঠে মেহবুবা মুফতি সরকার।

Adnan Sami Singer Show Jammu and Kashmir Tourism আদনান সামি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy