Advertisement
E-Paper

হিন্দু ভাবাবেগে আঘাত হানতে চাই না, জন্মদিনে বললেন কমল হাসন

রাজনীতিতে যে তিনি পা রাখতে চলেছেন, সে কথা ঘোষণা করেছিলেন গত জুলাইতেই। এর পর থেকেই কমল হাসনের নানা মন্তব্য এবং পদক্ষেপকে ঘিরে জোর চর্চা চলছে তামিল রাজনীতিতে। জন্মদিনে বড়সড় ঘোষণা করতে পারেন কমল, এমন জল্পনাও ছিল। কিন্তু এ দিন চমকে দেওয়ার মতো কোনও ঘোষণা তিনি করেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ১৬:১০
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

হিন্দু ভাবাবেগ প্রশ্নে সুর নরম করলেন কমল হাসন। গত সপ্তাহে ‘হিন্দু সন্ত্রাসবাদী’দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দক্ষিণী সুপারস্টার। ৬৩তম জন্মদিনে বললেন, ‘সন্ত্রাসবাদী’ শব্দটাই ব্যবহার করেননি তিনি। অনুবাদের সময় তাঁর বক্তব্য কিছুটা বিকৃত হয়েছে বলে হাসনের দাবি। মঙ্গলবার কমল হাসনের মন্তব্য, “আমি হিন্দু ভাবাবেগে আঘাত হানতে চাই না। কারণ, আমি নিজেই হিন্দু পরিবার থেকে এসেছি।” তবে তাঁর পথ যে হিন্দুত্ববাদীদের পথের সঙ্গে মেলে না, সে ইঙ্গিতও কমল হাসন দিয়েছেন।

একটি তামিল পত্রিকায় গত সপ্তাহে প্রকাশিত একটি নিবন্ধে কমল হাসন লেখেন, হিন্দু সন্ত্রাসবাদীদের অস্তিত্ব অস্বীকার করা যায় না। নিবন্ধটিকে কেন্দ্র করে তুমুল বির্তকের মধ্যে পড়েছিলেন কমল হাসন। বেশ কিছু হুমকি পান তিনি। মানহানির মামলাও হয় তাঁর বিরুদ্ধে। এ দিন কমল হাসন দাবি করেছেন, তাঁর মন্তব্যের সঠিক অনুবাদ হয়নি। সেই মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছিল বলে কমলের দাবি। তিনি বলেছেন, তিনি ‘সন্ত্রাসবাদী’ শব্দটা ব্যবহারই করেননি, তিনি বলেছিলেন ‘চরমপন্থী’।

আরও পড়ুন

পুলওয়ামায় যৌথ অভিযান, সংঘর্ষে খতম মাসুদ আজহারের ভাইপো তালহা

বিমানে ঘুমন্ত স্বামীর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল খুললেন স্ত্রী, তার পর...

১০ লক্ষেরও বেশি বার ডাউনলোড হয়েছে ভুয়ো হোয়াটস অ্যাপ!

রাজনীতিতে যে তিনি পা রাখতে চলেছেন, সে কথা ঘোষণা করেছিলেন গত জুলাইতেই। এর পর থেকেই কমল হাসনের নানা মন্তব্য এবং পদক্ষেপকে ঘিরে জোর চর্চা চলছে তামিল রাজনীতিতে। জন্মদিনে বড়সড় ঘোষণা করতে পারেন কমল, এমন জল্পনাও ছিল। কিন্তু এ দিন চমকে দেওয়ার মতো কোনও ঘোষণা তিনি করেননি।

গত অক্টোবরে দক্ষিণী ছবির আর এক সুপারস্টার রজনীকান্তের সঙ্গে একমঞ্চেও দেখা যায় তাঁকে। নতুন জোটের সম্ভাবনায় জল্পনা শুরু হয়। তবে এ দিন নতুন দলের নাম ঘোষণা না করে কমল একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন। ‘মাইয়াম হুইসল’ নামে ওই অ্যাপের মাধ্যমেই ভক্ত তথা অনুগামীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন কমল। তবে ঠিক কবে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করবেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ইতিমধ্যেই এখানে (রাজনীতিতে) রয়েছি।”

কমল জানিয়েছেন, তাঁর নতুন দলের জন্য ইতিমধ্যেই জনসাধারণের চাঁদায় ৩০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। নতুন অ্যাপটির মাধ্যমে যে কোনও বিষয় তাঁর নজরে আনতে পারবেন ভক্তেরা, জানিয়েছেন কমল হাসন।

Kamal Haasan Maiam Whistle মাইয়াম হুইসল Tamil Nadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy