নভেম্বরের ৭-এ তাঁর জন্মদিন। আর সে দিনই তিনি বড়সড় কোনও ঘোষণা করবেন। এমন প্রতিশ্রুতি দিয়েই ভক্তদের প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অভিনেতা কমল হাসন। একটি তামিল পত্রিকায় তিনি লিখেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা খুব শীঘ্রই জানানো হবে।
কমলের ওই লেখার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, তিনি তাঁর নতুন রাজনৈতিক দলের সূচনা হয়তো ওই দিনই করবেন বলে পরিকল্পনা করেছেন। ওই পত্রিকায় তিনি আরও লেখেন, ‘যাঁরা তামিলনাডুর জন্য কিছু করা প্রয়োজন বলে নিজেদের দায়বদ্ধ ভাবেন, তাঁদের আমি হাত জোড় করে আমন্ত্রণ জানাচ্ছি।’
আরও পড়ুন
আগরায় সুইস পর্যটক জুটির উপর নৃশংস হামলা, রিপোর্ট চাইলেন সুষমা
কমল যে রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, সে কথা তিনি চলতি বছরের জুলাইতে প্রথম জানিয়েছিলেন। চলতি মাসের প্রথমে তিনি ফের জানিয়েছিলেন, ওই দলে কেবল নতুন এবং তাজা মুখই দেখা যাবে। শুধু তাই নয়, জনতার টাকায় তহবিল গঠন করে ওই দল চালানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি, সে দল যে বিজেপি বিরোধী হবে, সেটাও বলেছিলেন কমল। তিনি বলেছিলেন, ‘‘গেরুয়া আমার রং নয়।’’
আরও পড়ুন
ঝাড়ু হাতে তাজ চত্বর সাফাই করে ড্যামেজ কন্ট্রোলে যোগী
কাজেই কমলের ওই লেখা থেকে জল্পনা শুরু হয়েছে, নভেম্বরের সাতেই তাঁর নতুন দল পথ চলা শুরু করবে।