Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Arvind Kejriwal

দিল্লিতে ৯০ শতাংশ আইএএস অফিসারই কাজ করেন না: কেজরীবাল

এর পর কেজরী অনেকটা ক্ষোভের সুরেই বলেন, ‘‘আইএএস অফিসারদের সকলেই স্থায়ী সরকারি কর্মী। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সত্যিই স্থায়ী অফিসারেরা ঠিক মতো কাজ করছেন না।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১১:৫১
Share: Save:

দিল্লির প্রায় ৯০ শতংশ আইএএস অফিসার ঠিক মতো তাঁদের কাজ করেন না। আর সে জন্যই উন্নয়ন অনেকাংশে বাধা পাচ্ছে।

সোমবার সরকারি কর্মীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর দাবি, আইএএস অফিসারেরা ঠিক মতো কাজ করলে দিল্লির সামগ্রিক উন্নয়ন আরও অনেক বেশি হত। তিনি বলেন, ‘‘আমি ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে কাজ করা কর্মীদের স্থায়ী করার প্রস্তাব দিয়েছিলাম। সে সময় বিভিন্ন ক্ষেত্র থেকে আমার প্রস্তাবের বিপুল বিরোধিতা করা হয়েছিল। তাঁদের যুক্তি ছিল, ওই সব কর্মীরা স্থায়ী হয়ে গেলে অনেকেই ঠিক মতো কাজ করবেন না।’’ এর পর কেজরী অনেকটা ক্ষোভের সুরেই বলেন, ‘‘আইএএস অফিসারদের সকলেই স্থায়ী সরকারি কর্মী। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সত্যিই স্থায়ী অফিসারেরা ঠিক মতো কাজ করছেন না।’’

আরও পড়ুন: রাহুল-বাণে বিদ্ধ মোদী

আরও পড়ুন: ঠাকরের সঙ্গে কথায় ক্ষুব্ধ হন সনিয়া: প্রণব

এর পরই দিল্লির মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের সতর্ক করে জানান, কাজে গাফিলতির বিষয়টি অনেক দিন মেনে নেওয়া হয়েছে। যে সব সরকারি কর্মীদের কাজের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE