Advertisement
১৭ মে ২০২৪

৫০০ ও ১০০০ টাকার নোট বদল নিয়ে চিন্তা? কী ভাবে বদলাবেন জেনে নিন

মঙ্গলবার আচমকা সাংবাদিক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঘোষণা, কালো টাকা, দুর্নীতি এবং জালনোট রোধ করতে মধ্য রাত থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে। এই ঘোষণা শোনার পর আমজনতা অথৈ জলে।

রাসবিহারীর সিইএসসি-র অফিসে নোট হাতে। ছবি: রণজিৎ নন্দী।

রাসবিহারীর সিইএসসি-র অফিসে নোট হাতে। ছবি: রণজিৎ নন্দী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ১২:৫১
Share: Save:

মঙ্গলবার আচমকা সাংবাদিক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঘোষণা, কালো টাকা, দুর্নীতি এবং জালনোট রোধ করতে মধ্য রাত থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে। এই ঘোষণা শোনার পর আমজনতা অথৈ জলে।

বুধবার সকাল থেকেই ৫০০ আর ১০০০ টাকার নোট প্রায় ‘কাগজের টুকরো’, এ কথা বুঝতে পারার পরেই চিন্তায় সাধারণ মানুষ। ব্যাঙ্কে গিয়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে গেলে বদল করা যাবে। কিন্তু যাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই তাঁরা কী করবেন? যাঁদের অ্যাকাউন্ট আছে তাঁদের জন্যই বা কী বাতলেছে রিজার্ভ ব্যাঙ্ক? আবার যাঁরা বিদেশে আছেন, তাঁদের নোট বদলাতে কী করতে হবে? সব জেনে নিন।

১। নোট বদলাতে যে কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ কেওয়াইভি তথ্য ব্যবহার করে জরুরি ভিত্তিতে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন।

২। কেন্দ্রীয় সরকারের ‘জন ধন যোজনা’ প্রকল্পের অধীনে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে, সেই অ্যাকাউন্টেও নোট বদল করতে পারবেন।

৩। নোট বদলের জন্যে প্রত্যেক ব্যক্তিকে তাঁর সঙ্গে বৈধ পরিচয়পত্র রাখতে হবে।

৪। ব্যাঙ্কে কোনও ব্যক্তি তাঁর বন্ধু বা আত্মীয়ের অ্যাকাউন্ট থাকলে তা ব্যবহার করেও নোট বদল করতে পারেন। তবে সঙ্গে থাকতে হবে সেই ব্যক্তির লিখিত অনুমতিপত্র। লিখিত অনুমতিপত্র ছাড়াও, যে ব্যক্তি নোট বদল করছেন তাঁর বৈধ পরিচয়পত্র থাকতে হবে।

৫। যাঁদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা সেই নির্দিষ্ট ব্যাঙ্কের শাখা থেকে নোট দল বদলে নিতে পারেন।

নোট বদল করতে হলে পূরণ করতে হবে এই ফর্মটিই।

৭। অন্য দিকে, ব্যাঙ্কের অন্য শাখা থেকেও নোট বদল করে নিতে পারবেন।

৮। তৃতীয় ব্যক্তি এসেও কোনও অ্যাকাউন্ট হোল্ডারের হয়ে ব্যাঙ্কে নোট বদল করতে পারবেন, যদি সেই অ্যাকাউন্ট হোল্ডারের লিখিত অনুমতি তাঁর সঙ্গে থাকে। তবে এ ক্ষেত্রে সেই তৃতীয় ব্যক্তিকে সঙ্গে রাখতে হবে বৈধ পরিচয়পত্র।

৯। যে ব্যক্তি ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকবেন, তিনিও নোট বদল করে নিতে পারেন। যিনি দেশে আছেন এমন কোনও ব্যক্তিকে দিয়ে নোট বদল করে নিতে পারবেন। সে ক্ষেত্রে থাকতে হবে অনুমতিপত্র। এই কাজটি করার সময় সঙ্গে থাকতে হবে ওই বিদেশে থাকা ব্যক্তির অনুমতিপত্র এবং সঙ্গে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড।

১০। এমনকী, প্রবাসী ভারতীয়রাও বাতিল হওয়া নোট বদল করতে পারেন এনআরও অ্যাকাউন্ট থেকে।

১১। বিদেশি পর্যটক যাঁরা এই মুহূর্তে ভারতে রয়েছেন তাঁরাও নির্দেশিকা জারির ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ হাজার টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা বিমানবন্দরের এক্সচেঞ্জ কাউন্টার থেকে কিনতে পারেন।

আরও পড়ুন: খুচরোয় টান, ৫০০ ও ১০০০ টাকা নিয়ে চরম হয়রানি, বিভ্রান্তিও

নোট বিভ্রাটে হেনস্থার ছবি দিকে দিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Note Exchange rs 500 rs1000
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE