Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

মারুতি-সুজুকির কারখানায় ঢুকে পড়ল লেপার্ড!

মানেসরের কারখানায় সকালের শিফ্ট শুরু হয় ৭টায়। সেই মতো সাতসকালেই কারখানায় ঢুকতে শুরু করেন কর্মী-আধিকারিকেরা। কিন্তু, তাঁদের সকলকেই গেটের বাইরে অপেক্ষা করতে বলা হয়।

কারখানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল লেপার্ড। ছবি: সংগৃহীত।

কারখানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল লেপার্ড। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
গুরুগ্রাম শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৩:১৬
Share: Save:

কর্মী বিক্ষোভে নয়, লেপার্ডের ‘হানা’য় সাময়িক ভাবে বন্ধ কারখানার কাজকর্ম। ঘটনা গুরুগ্রামের মানেসরের। মারুতি-সুজুকির মানেসরের কারখানাতেই ঢুকে পড়েছে একটি লেপার্ড। তার দাপটেই কারখানার কাজকর্ম শিকেয় উঠেছে।

বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ লেপার্ডটিকে ঘুরে বেড়াতে দেখেন কারখানার এক নিরাপত্তারক্ষী। সে সময় কারখানার ভিতরে নিরাপত্তারক্ষী ও ট্রান্সপোর্ট বিভাগের কর্মী ছাড়া আর কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ইঞ্জিন ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছিল লেপার্ডটি। সঙ্গে সঙ্গে পুলিশ ও বন দফতরকে খবর দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আপাতত সেই লেপার্ডের খোঁজ চলছে।

আরও পড়ুন

মাসের পর মাস নিপীড়ন, ১২তলা থেকে ঝাঁপ নাবালক পরিচারিকার

দেশের অর্থনীতির তথ্য তুলে আত্মরক্ষায় মুখ খুললেন মোদী

বাংলাকে হুঙ্কার এ বার যোগীরও

মানেসরের কারখানায় সকালের শিফ্ট শুরু হয় ৭টায়। সেই মতো সাতসকালেই কারখানায় ঢুকতে শুরু করেন কর্মী-আধিকারিকেরা। কিন্তু, তাঁদের সকলকেই গেটের বাইরে অপেক্ষা করতে বলা হয়। গোটা এলাকা তখন পুলিশে ঘিরে রেখেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুপুর হতে চললেও কারখানার ভিতর থেকে ওই লেপার্ডের খোঁজ মেলেনি।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leopard Maruti Suzuki Manesar Gurugram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE