Advertisement
E-Paper

ব্যালট ফেরানোর দাবি, বিরোধীদের নেতৃত্বে সেই তৃণমূল নেত্রী

তিন বছরের মাথায় আজ শরিকদের একজোট করতে নৈশভোজের আয়োজন করেছে বিজেপি। যার পাল্টা দিতে আগামিকালই নিজের দলের সাংসদদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৪:২০

তিন বছরের মাথায় আজ শরিকদের একজোট করতে নৈশভোজের আয়োজন করেছে বিজেপি। যার পাল্টা দিতে আগামিকালই নিজের দলের সাংসদদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। পাশাপাশি এ দিনই বিজেপির বিরুদ্ধে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিল বিরোধী শিবির। যার অগ্রভাগে কংগ্রেস থাকলেও মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব প্রায় শেষের মুখে। উত্তরপ্রদেশে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পরে অধিবেশনের শুরুতে কার্যত ছত্রভঙ্গ দশা ছিল বিরোধী শিবিরের। সেই পর্ব পেরিয়ে আজ ইভিএম বিতর্ককে সামনে রেখে একজোট হওয়ার বার্তা দিল বিরোধীরা। ব্যালট প্রথা ফেরানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিরোধী ১৪টি দলের প্রতিনিধিরা। পরে কংগ্রেসের গুলাম নবি, বিএসপির সতীশ মিশ্র বলেন, ‘‘মধ্যপ্রদেশে ইভিএমের ঘটনার পরে ওই ব্যবস্থায় মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। তাই আবার ব্যালট প্রথা ফিরিয়ে আনা হোক।’’

সরকারকে চেপে ধরতে এ দিন ঠিক হয়, সংসদের বাইরে ইভিএম এবং ভিতরে লোকসভায় দক্ষিণ ভারতীয়দের সম্পর্কে বিজেপি নেতা তরুণ বিজয়ের বর্ণবিদ্বেষী মন্তব্যকে হাতিয়ার করে এককাট্টা হয়ে মাঠে নামবেন বিরোধীরা।

এরই মধ্যে খবর আসে দুপুরে সংসদে থাকবেন মমতা। তখনই তৃণমূলের সংসদীয় দফতরে চলে আসেন কংগ্রেস নেতা আহমেদ পটেল ও গুলাম নবি আজাদ। ইভিএম বিতর্কে তৃণমূলকে পাশে থাকার অনুরোধ করেন। সম্মতি দেন মমতা। তবে জানিয়ে দেন, কংগ্রেস বা অন্য বিরোধীরা যে ৫০ শতাংশ ভোট ইভিএমে ও বাকি ভোট ব্যালটের মাধ্যমে করার প্রস্তাব রেখেছে, তা মানতে তিনি নারাজ। মমতা গোটা ভোট প্রক্রিয়াই ব্যালটের মাধ্যমে করার দাবি তোলেন। তাঁর কথায়, ‘‘আমি আগের ব্যালট পদ্ধতি ফিরিয়ে আনার পক্ষে। কারণ ইভিএমে কারচুপি করা সম্ভব।’’ এই প্রস্তাব মেনে নেন মায়াবতী-সহ অন্যরা।

আরও পড়ুন...
কালি মাখানোর চেষ্টা অখিলেশকে

এর মধ্যেই বিরোধী জোটকে চাঙ্গা করতে আসরে নামেন মমতা। এনসিপি নেতা প্রফুল্ল পটেল থেকে বিজেডি— সকলের সঙ্গেই কথা বলেন তিনি। মমতার সঙ্গে দেখা করার জন্য উত্তরপ্রদেশ থেকে আসেন অখিলেশ যাদব। প্রশ্ন ওঠে, ইভিএমকে কেন্দ্র করে কি তা হলে মহাজোটের চেষ্টা করছেন তৃণমূল নেত্রী? মমতার জবাব, ‘‘বিরোধীরা সবাই একই উদ্দেশ্যে একজোট হওয়ার চেষ্টা করছি। এখানে কেউ বড় বা ছোট নয়।’’

আগামিকাল কলকাতা ফিরছেন মমতা। আজ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করলেও এ যাত্রায় যে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কম, তা জানেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সনিয়াজির শরীর যদি সুস্থ থাকে বা তিনি যদি দেখা করতে পারেন, তখন তাঁর সঙ্গেও দেখা করতে চাই।’’

Mamata Banerjee opposition forum Modi government Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy