Advertisement
E-Paper

হঠাৎ দেখা মোদী-মমতার, পাহাড় নিয়ে রাজনাথের সঙ্গে কথা বলার নির্দেশ

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে সেন্ট্রাল হলে হঠাৎ মুখোমুখি মোদী-মমতা। দু-আড়াই মিনিট কথা হল দু’জনের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৮:৫৪
দার্জিলিং নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মোদী সময় দিতে পারেননি। রাজনাথের সঙ্গে কথা বলতে বলেছেন। —ফাইল চিত্র।

দার্জিলিং নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মোদী সময় দিতে পারেননি। রাজনাথের সঙ্গে কথা বলতে বলেছেন। —ফাইল চিত্র।

সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রীর। খুবই সংক্ষিপ্ত সাক্ষাৎকার। দু-আড়াই মিনিটের কথা। কিন্তু তার মধ্যেই সৌজন্য বিনিময় হল, কথা হল রাজ্যের একাধিক সমস্যা নিয়ে।

দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে তাঁকে কথা বলতে বললেন মোদী। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির কথাও রাজনাথকে জানিয়ে রাখতে মমতাকে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

দেশের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এ দিন সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠান শেষে সেন্ট্রাল হল থেকে বেরনোর সময় পরস্পরের মুখোমুখি হয়ে যান মোদী ও মমতা। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘‘দিদি, কবে এলেন?’’ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি গতকালই এসেছেন। তবে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি চিন্তায় রয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানান বাংলার মুখ্যমন্ত্রী। এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙের প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রীর সঙ্গেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান তিনি জানান। কিন্তু মোদী মমতাকে রাজনাথ সিংহের সঙ্গে কথা বলতে বলেন। মোদী জানান, গুজরাতও বানভাসি। তাই তিনি পরিস্থিতি দেখতে গুজরাত চলে যাচ্ছেন। পাহাড় নিয়ে এখনই কথা বলতে চাইলে আপাতত রাজনাথের সঙ্গেই কথা বলতে হবে।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনাথ সিংহ। পাহাড়ের অবস্থা এবং রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। —নিজস্ব চিত্র।

কথোপকথনের ফাঁকে গুজরাতের বন্যা পরিস্থিতি সম্পর্কেও মোদীর কাছ থেকে খোঁজখবর নেন মমতা। মোদীও খোঁজ নেন বাংলার অবস্থা সম্পর্কে। এর পর বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পরামর্শ, রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে যখন বসছেনই, তখন বাংলার বন্যা পরিস্থিতির কথাও তাঁকে বিশদে জানান।

আরও পড়ুন: বিবিধের মাঝে ঐক্যের বার্তা দিয়ে শপথ নিলেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর পরামর্শ মতো মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন রাজনাথ সিংহের সঙ্গে। পাহাড় সঙ্কট এবং বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে সন্ধে সাড়ে ছ’টায় বৈঠকে বসেন রাজনাথ-মমতা। কেন্দ্রীয় সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

Modi-Mamata Meeting Parliament Politics Narendra Modi Mamata Banerjee নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy