Advertisement
E-Paper

মেঘালয় ত্রিশঙ্কু, টাই নাগাল্যান্ডে: দুই রাজ্যেই অ্যাডভান্টেজ বিজেপি

মেঘালয়ে ত্রিশঙ্কু হলে গেল বিধানসভা। নাগাল্যান্ডে সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল বিজেপি নেতৃত্বাধীন জোটের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০৫:৩৬
উত্তর-পূর্বে বড় জয়ের পর দিল্লিতে বিজেপির উচ্ছ্বাস। ফাইল চিত্র।

উত্তর-পূর্বে বড় জয়ের পর দিল্লিতে বিজেপির উচ্ছ্বাস। ফাইল চিত্র।

নাগাল্যান্ডে সরকার গড়ার খুব কাছে পৌঁছে গেল বিজেপি। মেঘালয়ে কংগ্রেস একক বৃহত্তম দলের মর্যাদা পেল, কিন্তু ত্রিশঙ্কু চেহারা নিল বিধানসভা। ফলে এনপিপি এবং অন্যদের সঙ্গে নিয়ে সে রাজ্যেও কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখার তোড়জোড় বিজেপি শুরু করে দিল।

মেঘালয়ে বিজেপি এবং এনপিপি আলাদাভাবে লড়লেও একসঙ্গে সরকার গড়ার সমঝোতা হয়ে রয়েছে আগেই। শেষ খবর পাওয়া পর্যন্ত মেঘালয়ে ২১টি আসন যাচ্ছে কংগ্রেসের ঝুলিতে। এনপিপি-বিজেপির মিলিত আসনসংখ্যাও ২১। ইউডিপি, পিডিএফ, এইচএসপিডিপি এবং নির্দলদের ঝুলিতে গিয়েছে অন্তত ১৫টি আসন। এদের সঙ্গে নিলেই মেঘালয়ে কংগ্রেসকে আটকে দিতে পারবে বিজেপি। সে চেষ্টা জোরকদমে শুরু হয়ে গিয়েছে বলে খবর।

নাগাল্যান্ডে এত দিন ক্ষমতাসীন ছিল এনপিএফ (নাগা পিপলস ফ্রন্ট)। গণনা শুরু পরে দেখা যায় বিজেপি-এনডিপিপি জোট বেশ এগিয়ে। তবে দিনের শেষে সমান সমান দু’পক্ষই। বিজেপি-এনডিপিপি জোটের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। এনপিএফ জোটের ঝুলিতেও তাই। তবে কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে নাগাল্যান্ডেও অ্যাডভান্টেজ বিজেপি। এনডিএ শরিক জেডিইউ ১টি আসনে জয়ী হয়েছে নাগাল্যান্ডে। ১টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীও। এঁদের সঙ্গে নিয়ে সরকার গড়ার চেষ্টা শুরু করেছে বিজেপি-এনডিপিপি।

আরও পড়ুন: লাইভ: ত্রিপুরায় কি আবার মানিক সরকার? ফলাফল আজ

• বেলা ১২টা। মেঘালয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস। নাগাল্যান্ডে এগিয়ে রয়েছে বিজেপি-জোট।

• জিতে গিয়েছেন পূর্ব শিলংয়ের কংগ্রেস প্রার্থী।

• মেঘালয় ও নাগাল্যান্ডে ভীষণভাবেই ওঠানামা করছে গনণার ফলাফল।

• সকাল ১০টা। নাগাল্যান্ডে এখনও পর্যন্ত এনপিএফ ৩৩টি আসনে এবং বিজেপি-এনডিপিপি জোট ২২টি আসনে এগিয়ে। মেঘালয়ে এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ১৮টি আসনে এবং বিজেপি-এনপিপি জোট ১৪টিতে।

• মেঘালয়ে এগিয়ে রয়েছেন জেমস সাংমা। তিনি দাদেঙ্গির এনপিপি প্রার্থী।

• মেঘালয়ের পূর্ব শিংলয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। সংসাকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।

• নাগাল্যান্ডের তাইউই আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

• বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে রয়েছেন নাগাল্যান্ডের উত্তর আঙ্গামির এনডিপিপি প্রার্থী নেফিয়ু রিও ।

• সকাল সাড়ে ৮টা। এখনও পর্যন্ত মেঘালয়ে এনপিপি তিনটি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস দু’টি এবং বিজেপি একটি আসনে এগিয়ে।

ফলাফলের আপডেট পেতে এই পাতায় নজর রাখুন

Meghalaya Assembly Elections 2018 Nagaland Assembly Election 2018 Nagaland Assembly Election Results 2018 Meghalaya Assembly Elections Results 2018 Results Congress BJP NDPP NPF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy