Advertisement
E-Paper

‘হ্যাক’ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট

হ্যাক করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৩

হ্যাক করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে। ঘটনাটি জানার পরই তৎক্ষণাৎ ‘ব্লক’ করে দেওয়া হয় ওই ওয়েবসাইট। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের তরফে বন্ধ করা হয় সাইট-টি। সূত্রের খবর কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের তরফে আপৎকালীণ তৎপরতায় গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে হ্যাকিংয়ের পিছনে কারা রয়েছ তা এখনও জানা যায়নি।

দেশে ক্রমাগত সাইবার অপরাধে একের পর এক ঘটনার পর, এ বার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট ‘হ্যাক’ হওয়ার ঘটনা সামনে এল। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় এক আলোচনা পর্বে জানিয়েছিলেন, গত ৪ বছরে দেশের প্রায় ৭০০টি কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে।

আরও পড়ুন: ‘কাম কি বাত’-এ মোদীকে নিশানা রাহুল-অখিলেশের

ঘটনার দায়ে সারা দেশ থেকে গ্রেফতার হয়েছে ৮ হাজারেরও বেশি অপরাধী। রিজিজু তাঁর সে দিনের বক্তব্যে আরও জানিয়েছিলেন, দেশের সন্ত্রাস মোকাবিলাবাহিনী এনএসজির ওয়েবসাইট ‘হ্যাক’ করে বহুবার কুরুচিকর বিষয় বস্তু পোস্ট করেছে অপরাধীরা। ইদানীং এ দেশের বেশ কিছু সরকারি দফতরের ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারদের হাতে আক্রান্ত হয়েছে। গত মাসেই সন্দেহভাজন পাক হ্যাকাররা এলিট ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ওয়েবসাইটে হানা দিয়ে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুরুচিকর মন্তব্য ও ভারত-বিরোধী বক্তব্য লিখেছিল।

Ministry of Home Affairs India Hacking Website Hacking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy