Advertisement
০২ মে ২০২৪

ফডণবীসের মন্তব্যে ক্ষুব্ধ এমএনএস

ঘাটকোপার এলাকায় একটি জনসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীস বলেন, ‘‘বিভিন্ন রাজ্য থেকে মানুষ মুম্বইয়ে এসেছেন, আর তার পর এখানেই থেকে গিয়েছেন। মুম্বইকে সমৃদ্ধ করার পিছনে তাঁদের অবদান রয়েছে।’’

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৩
Share: Save:

মহারাষ্ট্র-প্রবাসী উত্তর ভারতীয়দের পাশে দাঁড়িয়ে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র সমালোচনার মুখে পড়লেন দেবেন্দ্র ফডণবীস।

ঘাটকোপার এলাকায় একটি জনসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীস বলেন, ‘‘বিভিন্ন রাজ্য থেকে মানুষ মুম্বইয়ে এসেছেন, আর তার পর এখানেই থেকে গিয়েছেন। মুম্বইকে সমৃদ্ধ করার পিছনে তাঁদের অবদান রয়েছে।’’ আরও বলেছেন, ‘‘আজ মুম্বই ও মহারাষ্ট্রের প্রসঙ্গ উঠলেই, উত্তর ভারত থেকে আসা মানুষগুলোর কথা মনে হয়। এ শহর অনেককে আশ্রয় দিয়েছে এবং তাঁরাই পরে মুম্বইকে গর্বিত করেছে।’’

মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এমএনএস নেতা নিতিন সরদেশাই বলেন, ‘‘ফডণবীস কী বলতে চেয়েছেন, সেটা খুব সহজ। ওঁর জন্য ওই উত্তর ভারতীয়দের ভোট খুব গুরুত্বপূর্ণ। আসল মুম্বইকর, কৃষক কিংবা মহারাষ্ট্রের বাসিন্দাদের নিয়ে ওঁর চিন্তা নেই।’’

সরদেশাইয়ের বক্তব্য, মহারাষ্ট্র ও মুম্বই এমনিতেই অসাধারণ। তার জন্য বাইরের লোকের প্রয়োজন ছিল না। তাঁর কথায়, ‘‘ওই সব রাজ্যের অবস্থা এতই খারাপ যে পেট চালাতে এখানে আসতে হয়।’’ এমএনএস-এর এ ধরনের আক্রমণ অবশ্য নতুন কিছুই নয়। এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যুর পরে রাজ ঠাকরে বলেছিলেন, বাইরে থেকে এত লোকজন মুম্বইয়ে আসতে থাকলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। কিছু দিন আগেই ঠাণের বিভিন্ন প্রান্তে উত্তর ভারতীয় মাছ-বিক্রেতাদের উদ্দেশে বিক্ষোভ দেখানে এমএনএস কর্মীরা। তাঁদের দাবি ছিল, ভিন্‌ রাজ্যের ওই মাছ-বিক্রেতাদের জন্য স্থানীয়দের ব্যবসা মার খাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE