Advertisement
E-Paper

উচ্ছ্বসিত মোদী, গোল দেখছেন মনমোহন

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিংহ অবশ্য প্রশ্ন তুলেছেন সরকারের ঘোষণার বাস্তবতা নিয়ে। কৃষকদের আয় দ্বিগুণ হবে কোন পথে? প্রশ্ন মনমোহনের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১২
বাজেটের উচ্ছ্বসিত প্রশংসায় বর্তমান। ‘সংস্কার’ শব্দটা নিয়েই মন্তব্য করতে চাইলেন না প্রাক্তন। —পিটিআই থেকে নেওয়া ফাইল চিত্র।

বাজেটের উচ্ছ্বসিত প্রশংসায় বর্তমান। ‘সংস্কার’ শব্দটা নিয়েই মন্তব্য করতে চাইলেন না প্রাক্তন। —পিটিআই থেকে নেওয়া ফাইল চিত্র।

শুধু ব্যবসা-বাণিজ্য সহজ করে তোলা নয়, নাগরিকের জীবনযাত্রা সহজ করে তোলাই এই বাজেটের লক্ষ্য। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অরুণ জেটলি বাজেট ভাষণ শেষ করার অল্প ক্ষণের মধ্যেই এ বারের বাজেট সম্পর্কে নিজের মতামত জানালেন মোদী। কৃষক তথা গ্রামীণ ভারতের জন্য যে সংস্থান এ বারের বাজেট প্রস্তাবে রেখেছেন অর্থমন্ত্রী, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিংহ অবশ্য প্রশ্ন তুলেছেন সরকারের ঘোষণার বাস্তবতা নিয়ে। কৃষকদের আয় দ্বিগুণ হবে কোন পথে? প্রশ্ন মনমোহনের। এই বাজেট কতটা সংস্কারমুখী, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মনমোহন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, দেশের সব শ্রেণির জন্য লাভজনক এই বাজেট। তাঁর কথায়, ‘‘এই বাজেট কৃষকের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, বাণিজ্যিক পরিবেশের পক্ষে। জীবন এবং জীবিকাকে আরও সহজ করে তোলার ক্ষেত্রে এই বাজেট অত্যন্ত সহায়ক হবে।

কৃষি ক্ষেত্রের জন্য যে প্রস্তাব জেটলি বাজেট ভাষণে রেখেছেন, মোদী সবচেয়ে উচ্ছ্বসিত তা নিয়েই। খারিফ শস্যের জন্য ফসল ফলানোর খরচের দেড় গুণ ধার্য হবে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে। ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মোদী সে প্রসঙ্গে বলেছেন, ‘‘ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে যে সিদ্ধান্ত অর্থমন্ত্রী নিয়েছেন, তার জন্য আমি তাঁকে বিশেষ ভাবে অভিনন্দন জানাব। আমি নিশ্চিত যে, এই পদক্ষেপ কৃষকদের ভীষণ ভাবে সাহায্য করবে।’’

আরও পড়ুন: মধ্যমেধার বাজেট পেশ করলেন জেটলি

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কিন্তু মনে করছেন, বাজেটের অঙ্কে গোলমাল রয়েছে। তিনি বলেছেন, ‘‘ভোটের ময়দানে ফায়দা তোলার কথা ভেবে যদি বাজেট হয়েও থাকে, তা হলেও দোষ দেওয়া যায় না। কিন্তু আর্থিক পাটগণিতটায় গোলমাল রয়েছে।’’

ইন্ডিয়ান এক্সপ্রেসকে মনমোহন বলেছেন, ‘‘একটা উজ্জ্বল ছবি তুলে ধরার চেষ্টা দারুণ ভাবে হয়েছে এই বাজেটে, কিন্তু তা কী ভাবে হবে, সেটা স্পষ্ট নয়।

আরও পড়ুন: একটাই প্রশ্ন, আমরা কী পেলাম?

এই বাজেট কি সংস্কারমুখী? মনমোহন বলেছেন, তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না। কারণ ‘সংস্কার’ শব্দটার সাংঘাতিক অপব্যবহার হয়েছে।

জেটলি জানিয়েছেন, সামনের খারিফ মরসুম থেকেই উৎপাদন খরচের দে়ড়গুণ অর্থ ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে পাবেন কৃষকরা। মনমোহনের প্রশ্ন, ‘‘কৃষকের আয় দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, তা পূরণ করা হবে কোন পথে?’’

Union Budget Central Budget Budget 2018-19 Budget 2019 Budget 2018 Narendra Modi Arun Jaitley Manmohan Singh নরেন্দ্র মোদী অরুণ জেটলি মনমোহন সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy