Advertisement
E-Paper

জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ, রবিবার দেশজু়ড়ে পালিত হচ্ছে সেবা দিবস। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছে বিজেপি। এ দিন ৬৭-তে পা দিলেন মোদী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:১৩
সর্দার সরোবর বাঁধ।

সর্দার সরোবর বাঁধ।

স্থির করেছিলেন নিজের জন্মদিনেই উদ্বোধন করবেন সর্দার সরোবর বাঁধ। শনিবারে টুইট করে মোদী জানিয়েছিলেন, রবিবার দেশবাসীকে উত্সর্গ করবেন সর্দার সরোবর বাঁধ। পাশাপাশি তিনি জানান, এই প্রকল্প চালু হলে কয়েক লক্ষ কৃষক উপকৃত হবেন, প্রত্যাশা পূরণ হবে মানুষেরও।

আরও খবর: বিতর্কিত সর্দার সরোবর বাঁধ সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। ভোটের আগে বাঁধ উদ্বোধন করে বিজেপি ফায়দা তুলতে মরিয়া বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মোদীর এই প্রকল্পকে গুজরাতের লাইফলাইন আখ্যা দিয়ে বলেন, “এই বাঁধ চালু হলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনই রাজ্যের কৃষিক্ষেত্রে আয় ও উত্পাদন বাড়বে।”

আজ, রবিবার দেশজু়ড়ে পালিত হচ্ছে সেবা দিবস। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছে বিজেপি। এ দিন ৬৭-তে পা দিলেন মোদী। সকালেই গাঁধীনগরে মা হীরাবেনের কাছে গিয়েছেন আশীর্বাদের জন্য। মায়ের সঙ্গে ২০ মিনিট সময় কাটানোর পর পৌঁছন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বাঁধ উদ্বোধন করতে।

আরও খবর: নোট-কয়েনের প্রণামী চলবে না এ মন্দিরে

১৯৬১-র ৫ এপ্রিল বাঁধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই সময় থেকেই এই প্রকল্প নিয়ে বিস্তর জলঘোলা হয়। নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি তৈরি হয়। সমাজকর্মী মেধা পাটেকর-সহ বহু পরিবেশবিদ এই প্রকল্পের বিরুদ্ধে সরব হন। ১৯৯৬-তে সুপ্রিম কোর্টের নির্দেশে বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু চার বছর পরে কয়েকটি শর্তসাপেক্ষে ফের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।

Sardar Sarovar Dam Gujarat Narmada River সর্দার সরোবর বাঁধ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy