Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বারাণসীই কুরুক্ষেত্র: মন্দিরে মন্দিরে মোদী, পথে রাহুল-অখিলেশ-মায়া

বারাণসীর প্রাচীন ‘কালভৈরব’ মন্দিরে পুজো দিলে পাপ স্খালন তো হয়ই, মনোবাসনাও পূর্ণ হয়— মন্দিরের দেওয়ালে লেখা এটাই স্থানীয় বিশ্বাস। সকাল সকাল কাশী বিশ্বনাথের দর্শন সেরে সেই ‘জাগ্রত কালভৈরব’-এরই পুজো দিলেন নরেন্দ্র মোদী।

পথে: মন্দিরে পুজো দেওয়ার ফাঁকে বারাণসীতে নরেন্দ্র মোদীর কৌশলী প্রচার।

পথে: মন্দিরে পুজো দেওয়ার ফাঁকে বারাণসীতে নরেন্দ্র মোদীর কৌশলী প্রচার।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০৩:৩৩
Share: Save:

বারাণসীর প্রাচীন ‘কালভৈরব’ মন্দিরে পুজো দিলে পাপ স্খালন তো হয়ই, মনোবাসনাও পূর্ণ হয়— মন্দিরের দেওয়ালে লেখা এটাই স্থানীয় বিশ্বাস। সকাল সকাল কাশী বিশ্বনাথের দর্শন সেরে সেই ‘জাগ্রত কালভৈরব’-এরই পুজো দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মনোবাসনা পূর্ণ হলো কি না, তার জন্য অপেক্ষা আর মাত্র সাত দিনের। যুদ্ধের ফল বেরোবে সে দিন।

উত্তরপ্রদেশের ষষ্ঠ দফায় আজ যখন ভোট চলছে মুলায়ম সিংহের আজমগড় আর যোগী আদিত্যনাথের গোরক্ষপুরে, সেই সময়েই বারাণসীতে মোদীর ওই মন্দির-দর্শনে ভ্রূ কুঁচকেছেন বিরোধীরা। প্রশ্ন উঠেছে, হিন্দুত্বের সুড়সুড়ি দিয়ে কি তবে প্রতিবেশী এলাকার ভোটে সুকৌশলে ছাপ ফেলতে চাইলেন প্রধানমন্ত্রী? রাহুল গাঁধী, আর সস্ত্রীক অখিলেশ সিংহ যাদবও এ দিন কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়েছেন। তবে তত ক্ষণে সন্ধে নেমে এসেছে। ষষ্ঠ দফায় ভোট নেওয়ার পালা তখন শেষ।

রোড শো-এ রাহুল গাঁধী ও অখিলেশ যাদব। শনিবার। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশে এই নয়া-মহাভারতের শেষ পর্বের লড়াই আর চার দিন পরেই। তার আগে আজ এই বারাণসী যেন হয়ে উঠেছিল কুরুক্ষেত্র। মোদীর টক্কর নিতে শহরে হাজির রাহুল গাঁধী ও অখিলেশ সিংহ যাদব। মায়াবতীও এ দিন একই শহরে জমি মাপলেন নিজের। আজ দুপুর গড়াতেই ঝাঁপিয়ে পড়েন রাহুল-অখিলেশ। মাঝ রাস্তায় বিজেপি ও সমাজবাদী কর্মীদের মধ্যে সংঘর্ষও হলো খানিক। সকালে মোদীর রোড-শো ছাপিয়ে ভিড় উপচে পড়ল রাহুল-অখিলেশের যৌথ রোড-শোয়ে। রাত পর্যন্ত মোদীর টক্কর নিলেন তাঁরই গড়ে দাঁড়িয়ে। রাহুল বললেন, ‘‘মোদী কোনও কথাই রাখেননি। অথচ ভাবটা এমন করেন, যেন মা গঙ্গা খুঁজেপেতে নরেন্দ্র মোদীকেই একমাত্র ‘সন্তান’ হিসেবে খুঁজে পেয়েছেন। বাকিরা কি ফেলনা?’’ মায়াবতীও নিশানা করতে ছাড়েননি মোদীর মন্দির-রাজনীতিকে। তাঁর কটাক্ষ, ‘‘মন্দিরে-মন্দিরে ঘুরে আদৌও মোক্ষলাভ হবে না মোদীর।’’

আরও পড়ুন: ধাক্কা এইচ১বি ভিসায়

উঠেছে বিধিভঙ্গের অভিযোগও। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের দাবি, অনুমতি ছাড়াই এ দিন প্রচার করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছেও পৌঁছেছে সেই নালিশ। যা শুনে মোদীর মন্তব্য বলেন, ‘‘এর আগেও আমাকে কাশীতে সভা করার অনুমতি দেওয়া হয়নি।’’

তবে ছাড়ার পাত্র নন মোদী। রাহুল-অখিলেশের ছোড়া চ্যালেঞ্জের ঠেলায় রাত আটটার পরে আবার সভা করলেন তিনি। আওয়াজ তুললেন, ‘হর হর মহাদেব।’ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া নিয়ে গত ক’দিন ধরেই তরজা চলছে অখিলেশ-মোদীর। আজ অখিলেশদের রোড শোয়ে কিছু ক্ষণ বিদ্যুৎ চলে যাওয়ায় মোদীর কটাক্ষ, ‘‘এত দিন অখিলেশ দাবি করতেন, কাশীতে নাকি ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিয়েছেন। আজ ভগবান নিজেই মিথ্যে ধরিয়ে দিলেন।’’ মোদী জানিয়েছেন, কাল ফের আসবেন। রাতও কাটাবেন এই বারাণসীতেই। মোদীকে টেক্কা দিতে রাহুল-অখিলেশ আরও দু’দিন এই এলাকাতেই থেকে প্রচার চালিয়ে যাবেন। প্রচারের শেষ দিনে করবেন যৌথ সাংবাদিক বৈঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE