Advertisement
১৮ মে ২০২৪
National News

তৃণমূলের সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী, পিএমও জানাল সুদীপকে

মমতার সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী, পিএমও জানাল সুদীপকেতৃণমূলের সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজ এই প্রস্তাব দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে তেমনই খবর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১৩:৩৫
Share: Save:

তৃণমূলের সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজ এই প্রস্তাব দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে তেমনই খবর।

নোট বাতিলের পর থেকে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের উদ্যোগে আজ গোটা বিরোধী পক্ষ ঐক্যবদ্ধ ভাবে মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, তাঁদের মধ্যে অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি প্রধানমন্ত্রীকে চরমসীমাও দিয়েছিলেন। সেই চরমসীমা শেষ হতেই মমতা দেশজুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন এবং বুধবার সকাল থেকে সংসদ চত্বরে ১৫টি বিরোধী দলের সাংসদরা সম্মিলিত বিক্ষোভ শুরু করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রমশ মোদী সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন, জাতীয় রাজনীতির গত কয়েক দিনের গতিপ্রকৃতি দেখলেই তা স্পষ্ট। সেই জন্যই নরেন্দ্র মোদী এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে কথা বলতে চাইছেন বলে রাজনৈতিক শিবির মনে করছে। পিএমও-র এই প্রস্তাবের পর বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেত্রীকে জানিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যেোপাধ্যায় আগামী কাল বৈঠকে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: নোট বদল ইস্যুতে বিক্ষোভে উত্তাল সংসদ, বাইরেও ধর্নায় বিরোধীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE