Advertisement
E-Paper

সাড়ে ১১ লক্ষ প্যান কার্ড বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র

সরকারের তরফে জানানো হয়েছে, ওই প্যান কার্ডগুলির বেশির ভাগেরই প্রতিলিপি করা হয়েছিল। ফলে এক ব্যক্তির কাছে একাধিক প্যান থাকছিল। এ ছাড়া কিছু প্যান কার্ড ছিল একেবারেই ভুয়ো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৮:৪৪

প্রায় সাড়ে ১১ লক্ষ প্যান কার্ড(পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর) বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, ওই প্যান কার্ডগুলির বেশির ভাগেরই প্রতিলিপি করা হয়েছিল। ফলে এক ব্যক্তির কাছে একাধিক প্যান থাকছিল। এ ছাড়া কিছু প্যান কার্ড ছিল একেবারেই ভুয়ো।

মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার রাজ্য সভায় একটি প্রশ্নের উত্তরে এ কথা জানান। গাঙ্গোয়ার জানান, ভুয়ো প্যান কার্ড চিহ্নিত করতে দেশ জুড়ে এখনও পর্যন্ত ৮,২৩৯টি সমীক্ষা করা হয়েছে। ২৭ জুলাই সেই সমীক্ষার উপর একটি রিপোর্ট পেশ করা হয়। তাতে ১১ লক্ষ ৪৪ হাজার ২১১টি প্যান কার্ডকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অ্যাকাউন্ট নম্বর না বদলে পাল্টে ফেলুন ব্যাঙ্ক

দেখা গিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির একাধিক প্যান রয়েছে। ১,৫৬৬টি কার্ড পাওয়া গিয়েছে যেখানে ওই নামে কোনও ব্যক্তির খোঁজই মেলেনি। বা ব্যক্তির আসল পরিচয় লুকিয়ে ভুয়ো পরিচয়ে প্যান কার্ড তৈরি করা হয়েছে।

এই প্যান কার্ডগুলি চিহ্নিত করার পরেই তা বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে বন্ধ করার সিদ্ধান্ত নেন অ্যাসেসিং অফিসারররা। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যেও এই ধরনের সমীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছে অর্থমন্ত্রক।

আরও পড়ুন: ৩১ অগস্টের মধ্যে আধারের সঙ্গে জুড়তে হবে প্যান

Santosh Kumar Gangwar PAN Card Income Tax Department প্যান কার্ড
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy