Advertisement
E-Paper

পঠানকোট হামলার মূল চক্রী মাসুদ আজহার, চার্জশিট এনআইএ-র

পঠানকোট হামলায় জইশ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহার ও তার ভাই মুফতি আবদুল রাউফ আসগর-সহ চার জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বাকি দু’জন শাহিদ লতিফ এবং কাসিফ জান। সোমবার বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থাটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১৭:০৭
মাসুদ আজহার। ফাইল চিত্র

মাসুদ আজহার। ফাইল চিত্র

পঠানকোট হামলায় জইশ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহার ও তার ভাই মুফতি আবদুল রাউফ আসগর-সহ চার জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বাকি দু’জন শাহিদ লতিফ এবং কাসিফ জান। সোমবার বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থাটি।

চার্জশিটে বলা হয়েছে, মাসুদ আজহারই পঠানকোট হামলার মূল চক্রী। নাসির হুসেন, আবু বকর, উমর ফারুখ, আবদুল কায়ুম নামে যে চার জঙ্গি পঠানকোটে হামলা চালিয়েছিল তারা সকলেই পাকিস্তানের নাগরিক। চার্জশিটে প্রমাণ হিসাবে নিহত ওই চার জঙ্গির ডিএনএ-র নমুনার কথাও উল্লেখ করেছে এনআইএ। তাদের ব্যবহৃত খাবারের প্যাকেট, ওয়াকিটকি, এমনকী যে টাকা উদ্ধার হয়েছে সেগুলোর সঙ্গে ওই ডিএনএ নমুনার মিল পাওয়া গিয়েছে। পঞ্জাবের পুলিশ সুপারের গাড়ি থেকে উদ্ধার হওয়া নরম পানীয়ের নমুনাও পরীক্ষা করে দেখা যায় পাঠানকোটে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তারাই ওই পানীয় ব্যবহার করেছে।

আরও খবর: পঠানকোট জঙ্গি হানার মূল চক্রী মাসুদ আজহারের বিরুদ্ধে জারি পরোয়ানা

২০১৬-য় ২ জানুয়ারি পঠানকোটের বিমানঘাঁটিতে চার সশস্ত্র জঙ্গি হামলা চালায়। ওই হমলায় নিহত হন আট জওয়ান। আহত হয়েছিলেন কমপক্ষে ২০ জন। প্রায় ১৭ ঘণ্টা লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করে সেনা। জঙ্গিদের কাছ থেকে যে সব জিনিস উদ্ধার হয়, তাতে স্পষ্ট ছিল জঙ্গিরা পাকিস্তান থেকেই এ দেশে ঢুকে হামলা চালিয়েছিল। এ বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ নিয়ে পাকিস্তানের কাছে জানিয়েছিল ভারত। কিন্তু বরাবরই অস্বীকার করে গিয়েছে পাকিস্তান। উল্টে তারা দাবি করেছে, ভারত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। পাকিস্তান যখন বার বার এই ঘটনা অস্বীকার করেছে, পাল্টা কৌশল নিয়েছে ভারতও। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করেছে। এমনকী মাসুদ আজহারই যে এই হামলার মূল চক্রী সে তথ্যও তুলে ধরেছিল রাষ্ট্রপুঞ্জে।

Masood Azhar NIA Pathankot Attack Chargesheet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy