Advertisement
০২ মে ২০২৪
National News

অসমে গিয়ে মঞ্চেই অসুস্থ নিতিন গডকরী

তিন দিনের অসম সফরে শুক্রবার গডকরি গিয়েছিলেন মাজুলিতে। ভূমিক্ষয় রোধে ৩৩৩.৫৭ কোটি টাকার ব্রহ্মপুত্র বোর্ড প্রকল্পের উদ্বোধন করতে।

নিতিন গডকরী। ছবি: সংগৃহীত।

নিতিন গডকরী। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৪:৩০
Share: Save:

মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় পরিবহণ ও জলসম্পদ মন্ত্রী নিতিন গডকরী।

তিন দিনের অসম সফরে শুক্রবার গডকরি গিয়েছিলেন মাজুলিতে। ভূমিক্ষয় রোধে ৩৩৩.৫৭ কোটি টাকার ব্রহ্মপুত্র বোর্ড প্রকল্পের উদ্বোধন করতে।

মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ও রাজ্যের জলসম্পদ মন্ত্রী কেশব মহন্তও। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝ পথেই অসুস্থ হয়ে পড়েন নিতিন। ব্যক্তিগত চিকিৎসক মঞ্চেই তাঁর চিকিৎসা করেন প্রাথমিক ভাবে।

মাজুলিতে এ দিন চড়া রোদ আর বেশ গরম ছিল। দিল্লি থেকে এসে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি মন্ত্রী। রক্তচাপ ওঠানামার ফলেই তাঁর মাথা ঘুরতে থাকে। প্রাথমিক চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়ে মঞ্চ থেকেই ব্রহ্মপুত্র বোর্ড প্রকল্প, খেরকাটিয়া সূঁতি-সহ মাজুলি দ্বীপ সংরক্ষণে রাজ্য জলসম্পদ দফতরের হাতে নেওয়া ৬১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন- মুম্বইয়ে রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪​

আরও পড়ুন- ম্যাঙ্গালুরুতে নিউ ইয়ার পার্টিতে ফতোয়া​

গুয়াহাটি থেকে ধুবুড়ি পর্যন্ত অভ্যন্তরীণ জল পরিবহণ দফতরের কার্গো পরিষেবারও উদ্বোধন করেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও ১৯টি ছোট-বড় প্রকল্পের উদ্বোধন করেন।

বিকেলে কাজিরাঙায় জাতীয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলির পূর্তমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা। শরীরের দিকে নজর রেখে রাজ্য সরকার তাঁকে হেলিকপ্টারে গুয়াহাটি আনার প্রস্তাব দিলেও নিতিন জানান, তিনি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকগুলি সারবেন। আগামী কাল তিনি কাজিরাঙায় ব্রহ্মপুত্র বোর্ড ঢেলে সাজানোর ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে উত্তর-পূর্বের সব মুখ্যমন্ত্রীরই হাজির থাকার কথা। ৩১ ডিসেম্বর কাজিরাঙা সফর সেরে দিল্লি ফিরবেন গডকরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE