Advertisement
E-Paper

নীতীশ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিয়েছেন: সংসদ চত্বরে উষ্মা শরদের

আর রাখঢাকে নেই শরদ। সংসদ চত্বরে দাঁড়িয়ে নীতীশের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন শরদ যাদব।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১৫:৪৯
যে ভাবে শরদ যাদব মুখ খুলেছেন নীতীশের বিরুদ্ধে, তাতে জেডি(ইউ)-এর অন্দরে চওড়া ফাটল প্রকাশ্যে। —ফাইল চিত্র।

যে ভাবে শরদ যাদব মুখ খুলেছেন নীতীশের বিরুদ্ধে, তাতে জেডি(ইউ)-এর অন্দরে চওড়া ফাটল প্রকাশ্যে। —ফাইল চিত্র।

অবশেষে নীতীশের বিরুদ্ধে মুখ খুললেন শরদ যাদব। দলের প্রাক্তন সভাপতি তথা বর্ষীয়ান নেতা স্পষ্ট জানালেন, নীতীশ কুমার যে ভাবে আচমকা মহাজোট ভেঙে বিজেপির হাত ধরেছেন, তাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট।

নীতীশ কুমারের পদক্ষেপকে যে তিনি একেবারেই সমর্থন করছেন না, সোমবার তা খুব স্পষ্ট করে জানিয়েছেন শরদ। তিনি বলেছেন, ‘‘যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জনগণের রায় এই ঘটনার জন্য ছিল না।’’

আরও পড়ুন: ভয় দেখানো হয়েছিল বিধায়কদের, দাবি গুজরাত কংগ্রেসের

গত বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে বৃহস্পতিবার সকালেই ফের নতুন করে সরকার গড়েন নীতীশ। শুক্রবার আস্থা ভোটের মুখোমুখি হয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণও দেন। কিন্তু দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শরদ যাদব এই গোটা পর্বে অনুপস্থিত ছিলেন। নীতীশের শপথেও তিনি ছিলেন না। শরদ যাদবের অবস্থান নিয়ে তাই জোর জল্পনা শুরু হয়েছিল।

আরও পড়ুন: সনিয়ার পুত্রমোহ নিশানা বিজেপির

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবও দাবি করেছিলেন, নীতীশের কার্যকলাপে শরদ যাদব অত্যন্ত ক্ষুব্ধ। বিহারে বিজেপি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য শরদকে আহ্বানও জানান লালু। তার পর দিনই অর্থাৎ রবিবার একের পর এক টুইট করে শরদ বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে থাকেন। আজ সরাসরি নীতীশ কুমারের বিরুদ্ধেই তিনি মুখ খুললেন। সংসদ চত্বরে মিডিয়ার মুখোমুখি হয়ে শরদ যাদবের বিস্ফোরক মন্তব্য পটনার রাজনৈতিক অলিন্দে চাঞ্চল্য আরও বাড়িয়ে দিয়েছে। জেডি(ইউ)-এর অন্দরে বড়সড় বিভাজনের ইঙ্গিত মিলতে শুরু করেছে।

Sharad Yadav Nitish Kumar JD(U) BJP Bihar Politics শরদ যাদব নীতীশ কুমার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy