Advertisement
২০ এপ্রিল ২০২৪

মহারাষ্ট্রে গোমাংসে নিষেধাজ্ঞা বাতিল করে দিল বম্বে হাইকোর্ট

গোমাংস খাওয়া বা বিক্রি করার উপর মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি সুরেশ গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ১২:১৪
Share: Save:

গোমাংস খাওয়া বা বিক্রি করার উপর মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি সুরেশ গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

মহারাষ্ট্রে গোহত্যা অবশ্য আগের মতোই নিষিদ্ধ থাকছে। কিন্তু অন্য রাজ্য থেকে গোমাংস আনা, বহন করা, বিক্রি করা বা খাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না বলে মহারাষ্ট্রের হাইকোর্ট জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন:

দু’ হাত কাটা, থেঁতলানো মাথা, ছাত্রীর দেহ উদ্ধার ঝাড়খণ্ডে!

গোহত্যা মহারাষ্ট্রে অনেক আগে থেকেই নিষিদ্ধ। বিজেপি সে রাজ্যে সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস গোমাংস রাখা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে তৎপর হন। ২০১৫ সালের মার্চে মহারাষ্ট্র অ্যানিমাল প্রিজার্ভেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট নামে একটি আইন মহারাষ্ট্রে বলবৎ হয়। সেই আইনের মাধ্যমেই সে রাজ্যে গোমাংস রাখা, বহন করা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। বম্বে হাইকোর্ট শুক্রবার আইনের ওই অংশটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maharastra Beef Ban No More Ban Bombay High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE